বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০১৫

রামপুরার ঘর দেবে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Home Page » জাতীয় » রামপুরার ঘর দেবে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০১৫



pm_4_09042015_kallol-pix.jpgবঙ্গনিউজ ডটকমঃ রাজধানীর রামপুরার হাজিপাড়া এলাকায় ঝিলপাড়ে দোতলা টিনের ঘর দেবে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হাজীপাড়া এলাকায় ঝিলের ওপর মাঁচা বানিয়ে তৈরি করা একটি টিনশেড দোতলা বাড়ি দেবে গিয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ঝিলপাড় বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকার প্রধানের শোক প্রকাশ করার কথা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ঢাকার জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া জানিয়েছেন, নিহতদের দাফনের জন্য ২০ হাজার ও আহতদের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য বৃহস্পতিবার পর্যন্ত খাবারের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ১১:৫৬:৩৬   ৩৫০ বার পঠিত