বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০১৫

ভারত তো বটেই, পাকিস্তানেরও গর্ব

Home Page » খেলা » ভারত তো বটেই, পাকিস্তানেরও গর্ব
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০১৫



2013-01-02-06-10-19-50e3cf4beb4e3-sania-shoaib.jpgস্পোর্টস ডেস্ক: সানিয়া মির্জার সাফল্যে তার প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ও সানিয়া মির্জার স্বামী শোয়েব মালিক।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে শোয়েব জানিয়েছেন, সানিয়াকে নিয়ে গর্বিত তিনি। সানিয়া ভারত তো বটেই, পাকিস্তানেরও গর্ব বলে মন্তব্য করেছেন তৃপ্ত স্বামী শোয়েব।
প্রসঙ্গত, গত রবিবার সুইস টেনিস তারকা মার্টনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে চার্লসটন খেতাব জয়ের ফলে সানিয়ার সাফল্যের মুকুটে উঠেছে আরও এক শ্রেষ্ঠত্বের পালক যা আর কোনও ভারতীয়ের নেই। ২৮ বছরের হায়দরাবাদি কন্যা প্রথম ভারতীয় মহিলা টেনিস তারকা হিসেবে বিশ্বের শীর্ষ ডাবলস খেলোয়াড়ের শিরোপা জিতেছেন।
শোয়েব বলেছেন, আমি খুবই গর্বিত, আনন্দে আপ্লুত। সানিয়া ভারতের মেয়ে। সেরা হওয়ার জন্য ১০০ শতাংশ খিদে নিয়ে দেশের প্রতিনিধিত্ব করেছে। আবার যেহেতু ও আমার স্ত্রী, তাই পাকিস্তানেরও গর্ব।
shoaib-malik-and-sania-mirza.jpgপ্রসঙ্গত, ২০১০ সালে বিয়ে হয় শোয়েব, সানিয়া মির্জা। দক্ষিণ এশিয়ার এই তারকা-দম্পতির তুলনা টানা হয়ে থাকে ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম ও তাঁর স্ত্রী পপগায়িকা ভিক্টোরিয়ার, যাদের ‘পশ অ্যান্ড বেকস্’ বলে ডাকা হয়।
ঘরোয়া ক্রিকেটে সাফল্য পেলেও শোয়েব ইদানীং পাকিস্তান জাতীয় দলের বাইরে রয়েছেন। তবে এদিন সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, কঠিন পরিশ্রমের জোরে আন্তর্জাতিক মঞ্চে কী করা সম্ভব, সে ব্যাপারে সানিয়ার এই দৃষ্টান্ত উদ্বুদ্ধ করবে ভারত, পাকিস্তানে তার অনুরাগী ও টেনিসপ্রেমীদের।
সানিয়ার রোববারের ম্যাচটি পাকিস্তানে শিয়ালকোটে নিজের বাড়িতে বসেই পরিবারের সদস্যদের উপভোগ করেছেন শোয়েব। স্ত্রীর জয়ের পর ভারতে শ্বশুরবাড়িতে ফোন করে তাদের অভিনন্দনও জানিয়েছেন তিনি।
শোয়েব বলেছেন, সানিয়ার সঙ্গে দেখা হওয়ার আগে থেকেই টেনিস আমার পছন্দের তালিকায় ছিল। কিন্তু বিয়ের পরে টেনিস-প্রেম আরও বেড়ে গিয়েছে। এখন ওর ম্যাচ তো দেখিই, ওর প্রতিদ্বন্দ্বীদের ব্যাপারেও নিয়মিত আপডেট রাখি। যেহেতু বেশিরভাগ সময়ই ওর পাশে থাকতে পারি না, ওকে মিস করি বলে ঘরে বসেই ওর খেলা দেখি।

বাংলাদেশ সময়: ১১:২৫:২৫   ৩৬৫ বার পঠিত