বুধবার, ১৫ এপ্রিল ২০১৫
কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরির কাজ শুরু সেপ্টেম্বরে
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরির কাজ শুরু সেপ্টেম্বরেবঙ্গনিউজ ডটকমঃ চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হচ্ছে কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরির কাজ। এরই মধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। ২০১৭ সালে স্যালেটাইট উৎক্ষেপণ করা যাবে বলে আশা করছে সংস্থাটি। এর মাধ্যমে দেশের পাশাপাশি পাশ্ববর্তী দেশেও স্যাটেলাইট সুবিধা দেয়া সম্ভব হবে বলে মনে করছে বিটিআরসি।
বর্তমানে বিদেশি স্যাটেলাইটের তরঙ্গ ভাড়া নিয়ে টেলিভিশন চ্যানেল, টেলিফোন, রেডিওসহ অন্যান্য যোগাযোগের কাজ চলছে। এতে প্রতিবছর ভাড়া বাবদ বাংলাদেশকে কয়েক মিলিয়ন ডলার গুণতে হয়। তাই প্রথমবারের মতো মহাকাশে বাংলাদেশি স্যাটেলাইট পাঠাতে এ বছরে শুরুতে অরবিটাল স্লট ইজারা নেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। আর এ বছরের সেপ্টেম্বরে এর কাজ শুরু করতে চায় সরকার। এজন্য আহ্বান করা হয়েছে দরপত্র।
২০১৭ সালের ডিসেম্বরে মহাকাশে প্রথমবারে মতো স্যাটেলাইট উৎক্ষেপণ করা যাবে বলে আশা করছে বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস।
বিটিআরসি বলছে, বাংলাদেশের পাশাপাশি এর বাজার পাওয়া যাবে প্রতিবেশি দেশগুলোতেও।
এ প্রকল্প বাস্তবায়নে সরকারের মোট খরচ হবে প্রায় তিন হাজার কোটি টাকা।
বাংলাদেশ সময়: ১৫:২৯:৪৪ ৩৮৫ বার পঠিত