সোমবার, ১৩ এপ্রিল ২০১৫

সব তফসিলি ব্যাংকের তথ্য অনলাইনে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে জমা

Home Page » অর্থ ও বানিজ্য » সব তফসিলি ব্যাংকের তথ্য অনলাইনে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে জমা
সোমবার, ১৩ এপ্রিল ২০১৫



71.jpgবঙ্গনিউজ ডটকমঃ দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে অনলাইন ব্যাংকিং ও ব্যবসার (ই-ব্যাংকিং ও ই-কর্মাস) তথ্য প্রতিমাসের ১০ তারিখের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে জমা দিতে।

সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের উপ-মহাব্যবস্থাপক বীরেন্দ্র দাস স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশন দেওয়া হয়। চলতি বছরের ০১ এপ্রিল থেকেই যা কার্যকর হবে।

পরিপত্রে বলা হয়, সব ব্যাংকের পাঠানো তথ্য-উপাত্ত নতুন ও গুরুত্বপূর্ণ হওয়ায় অর্থনেতিক গতিধারা পর্যালোচনার জন্য ব্যবহারকারী ও গবেষকদের কাছে এসব তথ্য-উপাত্তের ব্যাপক চাহিদা রয়েছে।

এজন্য কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, এসব তথ্য-উপাত্ত তিনমাসের পরিবর্তে একমাস পর পর পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২১:০৭   ৪০৩ বার পঠিত