রবিবার, ১২ এপ্রিল ২০১৫
শীতলক্ষ্যা নদীতে ট্রলার ডুবিঃ অন্তত ২০ জন যাত্রী নিখোঁজ
Home Page » জাতীয় » শীতলক্ষ্যা নদীতে ট্রলার ডুবিঃ অন্তত ২০ জন যাত্রী নিখোঁজবঙ্গনিউজ ডটকমঃ গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বালুবোঝাই কার্গোর ধাক্কায় প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।
রবিবার বিকেল ৪টায় কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁওয়ের কাছে শীতলক্ষ্যায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রলারডুবির পর সাঁতরে পাড়ে ওঠা অন্য যাত্রীরা জানান, উপজেলার ভাদাত্তী এলাকা থেকে ট্রলারটি মূলগাঁওয়ে আসছিল। মূলগাঁওয়ের কাছাকাছি আসার পর বালুবোঝাই একটি কার্গোর ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারটিতে ৩০/৩৫ জনের মতো যাত্রী ছিলেন। নিখোঁজ ব্যক্তিরা ছাড়া বাকীরা সাঁতরে পাড়ে উঠেন।
কালীগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান ট্রলারডুবির সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলারটি নদীতে উল্টে আছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।
তবে এতে নিখোঁজ যাত্রীদের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১৮:৩১:৫০ ৩৪৫ বার পঠিত