রবিবার, ১২ এপ্রিল ২০১৫

২৯ এপ্রিলের পরীক্ষা পেছানোর নির্দেশ ইসির

Home Page » বিবিধ » ২৯ এপ্রিলের পরীক্ষা পেছানোর নির্দেশ ইসির
রবিবার, ১২ এপ্রিল ২০১৫



7.jpgবঙ্গনিউজ ডটকমঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আগামী ২৯ এপ্রিলের পরীক্ষা পেছানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।শনিবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে এ নির্দেশ দেয়া হয়।

ইসি সূত্রে জানা যায়, আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় তিন সিটি করপোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় এজন্যই শিক্ষা মন্ত্রণালয়কে এ নির্দেশনা দেয়া হয়েছে।

এ বিষয়ে ইসির উপ-সচিব সামসুল আলম বলেন, ‘নির্বাচনের ভোট গ্রহনের জন্য স্কুল কলেজেগুলো কেন্দ্র ব্যবহার করার কারণে শ্রেণীকক্ষগুলো অগোছালো থাকে। তাই ভোটের পরের দিন পরীক্ষা থাকলে পরীক্ষার্থীদের জন্য সমস্যা হতে পারে। এজন্যই আগামী ২৯ এপ্রিলের পরীক্ষাগুলো পেছাতে বলা হয়েছে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের রুটিন অনুযায়ী ২৯ এপ্রিল ২৬টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭:৩১:৪৪   ৪০৮ বার পঠিত