রবিবার, ১২ এপ্রিল ২০১৫
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ড
Home Page » জাতীয় » স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ডবঙ্গনিউজ ডটকমঃ সচিবালয়ের তৃতীয় তলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
রবিবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনার পর থেকে বিদ্যুতহীন রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আগুন লাগার কয়েক মিনিটের মধ্যে বৈদ্যুতিক মেইন সুইচ অফ করে দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
মন্ত্রণালয় সূত্র জানায়, বেলা ৩টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পুলিশ শাখা) ইমদাদুল দস্তগীরের কক্ষের পশ্চিম পাশের বারান্দায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে।
এরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভাতে দ্রুত মন্ত্রণালয়ে ছুটে আসে। ঘটনার পাঁচ মিনিটের মধ্যে বৈদ্যুতিক মেইন সুইচ অফ করে দিলে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে, আগুন লাগার সংবাদে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। সংবাদ পেয়ে সচিবালয়ে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী, ফায়ার সার্ভিস কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছুটে আসেন।
আগুন নিভে যাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কাজ চলছে।
বাংলাদেশ সময়: ১৭:১৬:৪১ ৩৪৩ বার পঠিত