রবিবার, ১২ এপ্রিল ২০১৫
রামপাল বিদ্যুতকেন্দ্র নির্মাণের কার্যক্রম বন্ধের দাবিঃ
Home Page » আজকের সকল পত্রিকা » রামপাল বিদ্যুতকেন্দ্র নির্মাণের কার্যক্রম বন্ধের দাবিঃবঙ্গনিউজ ডটকমঃ আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী (আসক) সুলতানা কামাল সুন্দরবন সংলগ্ন রামপাল বিদ্যুতকেন্দ্র নির্মাণের কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছ্নে।
তিনি রবিবার জাতীয় প্রেসক্লাবে সাউথ এশিয়া ফর হিউম্যান রাইট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
সলতানা কামাল বলেন, ‘আমরা প্রস্তাবিত রামপাল বিদ্যুতকেন্দ্রের বিরোধিতা করি না। দেশের বিদ্যুতের চাহিদা পূরণে এ ধরনের প্রকল্পের প্রয়োজন রয়েছে। তবে সেটি রামপালে না হয়ে অন্য কোনো জায়গায় স্থাপন করা যেতে পারে।’
তিনি এজন্য সরকারকে বিজ্ঞানসম্মত পরিবেশগত প্রভাব নিরুপন (ইআইএ) জরিপ করে বিদ্যুতকেন্দ্রের স্থান নির্বাচনের আহ্বান জানান।
সুলতানা কামাল বলেন, ২৭০ মিটার উচ্চতার চিমনী ধোয়ায় কোনো ক্ষতি হবে না বলা হচ্ছে। অথচ সাইক্লোন ও টর্নেডোর সময় বাতাসের গতি যে কোনো দিকে যেতে পারে। সে সময় এবং শীতকালে যখন কেন্দ্র থেকে বনের দিকে অনবরত প্রচুর ধোয়া প্রবাহিত হবে, তখন অবশ্যই সুন্দরবনের ক্ষতি হবে।
এছাড়া আকরাম পয়েন্টে যে কয়লা বড় নৌ-যান থেকে ছোট নৌ-যানে স্থানান্তরিত করা হবে, তাতে সুন্দরবনের বন এবং পশু-প্রাণির কী ক্ষতি হবে তা বিস্তারিত সমীক্ষা করা হয়নি বলেও দাবি করেন সুলতানা কামাল।
তিনি আরো বলেন, যারা এই বিদ্যুতকেন্দ্র নির্মাণে বিরোধিতা করছে, তাদের বিরুদ্ধে মামলা-হামলা হচ্ছে। আমরা সরকারের কাছে এসব বন্ধের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল্লাহ হারুণ চৌধুরী, সাউথ এশিয়া ফর হিউম্যান রাইটের সদস্য হামিদা হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭:০৭:৩৭ ৩৩২ বার পঠিত