রবিবার, ১২ এপ্রিল ২০১৫

প্রার্থীদের হয়রানি না করার নির্দেশঃ সিইসির

Home Page » প্রথমপাতা » প্রার্থীদের হয়রানি না করার নির্দেশঃ সিইসির
রবিবার, ১২ এপ্রিল ২০১৫



123.jpgবঙ্গনিউজ ডটকমঃ আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ।

তিনি রবিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিাকারী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময়ে এই নির্দেশনা দেন।

সিইসি একই সঙ্গে ভোটকেন্দ্রে যাতে ভোটাররা নির্বিঘ্নে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ সৃষ্টির জন্যও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দেন।

মতবিনিময়ে প্রার্থীরা সিটি করপোরেশন নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য সেনাবাহিনী মোতায়েন, প্রচারণা মনিটরিং, কালোটাকা ও পেশীশক্তি প্রভাবমুক্ত করা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।

সেনা মোতায়েন বিষয়ে প্রার্থীদের দাবির বিষয়ে রকিব উদ্দীন বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করা হচ্ছে। আগামী ১৯ এপ্রিলের বৈঠকের পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন-ডিএমপি কমিশনার, নির্বাচন কমিশনার এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৩৯   ৩৪৬ বার পঠিত