সোমবার, ২০ মে ২০১৩
কলকাতাকে হারিয়ে শীর্ষ চারে হায়দরাবাদ
Home Page » খেলা » কলকাতাকে হারিয়ে শীর্ষ চারে হায়দরাবাদবঙ্গ-নিউজ ডটকম : লিগের শেষ ম্যাচ জিতে শীর্ষ চারে খেলা পাকাপাকি করলো সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের নবাগত এই দলটি রোববার পাঁচ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। ১৬ ম্যাচে এটি তাদের ১০তম জয়। চতুর্থ স্থানে থাকা হায়দরাবাদ এলিমিনেটর ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালসের সঙ্গে। শীর্ষ দুই দল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। কলকাতা নাইট রাইডার্স: ১৩০/৭ (২০ ওভার) সানরাইজার্স হায়দরাবাদ:১৩২/৫ (১৮.৫ ওভার)
ফল: সানরাইজার্স হায়দরাবাদ পাঁচ উইকেটে জয়ী
রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১৩০ রান করে কলকাতা। সর্বোচ্চ ৪৯ রান করেন ইউসুফ পাঠান। এছাড়া জ্যাক ক্যালিসের ব্যাট থেকে এসেছে ২৪ রান। হায়দরাবাদের দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন নিয়েছেন দুই উইকেট।জবাবে সাত বল হাতে রেখেই পাঁচ উইকেটে জয় নিশ্চিত করে হায়দরাবাদ। পার্থিব প্যাটেল ৪৭ এবং শিখর ধাওয়ান ৪২ রান করেন। তিন উইকেট নিয়েছেন কলকাতার ইকবাল আব্দুলা প্যাটেলের হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স প্রতিযোগিতা শেষ করলো পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে থেকে।
বাংলাদেশ সময়: ১২:২৭:৩৫ ৪৬২ বার পঠিত