রবিবার, ১২ এপ্রিল ২০১৫

মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে সোমবার হরতাল ডেকেছে জামায়াত

Home Page » জাতীয় » মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে সোমবার হরতাল ডেকেছে জামায়াত
রবিবার, ১২ এপ্রিল ২০১৫



37.jpgবঙ্গনিউজ ডটকমঃ বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে আগামীকাল সোমবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

দলটির ওয়েবসাইটে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ এক বিবৃতি এ ঘোষণা দেন।

এছাড়া আজ রোববার মোহাম্মদ কামারুজ্জামানের শাহাদত কবুলের জন্য দোয়া অনুষ্ঠান কর্মসূচী দেওয়া হয়েছে।

ঘোষিত এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে তোলার জন্য জামায়াতে ইসলামীর সকল জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

এর আগে শনিবার রাত সাড়ে ১০টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হয়।

এরপর রাতেই পুলিশ পাহারায় একটি অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ শেরপুরে নিয়ে যাওয়া হয়।

শেরপুর সদর উপজেলার কুমরি বাজিতখিলায় পারিবারিকভাবে মৃতদেহ দাফন করা হয়।

ভোর সোয়া চারটা নাগাদ শেরপুরে পৌঁছে জানাজা শেষে সোয়া পাঁচটা নাগাদ দাফন সম্পন্ন হয়।

আগেই সেখান কবর খুঁড়ে রাখা ছিল।

বাংলাদেশ সময়: ১২:৩২:১৫   ৩২৫ বার পঠিত