শনিবার, ১১ এপ্রিল ২০১৫
বাংলাদেশ সময় রাত ১২টায় বার্সেলোনা ও সেভিয়া মুখোমুখিঃ
Home Page » খেলা » বাংলাদেশ সময় রাত ১২টায় বার্সেলোনা ও সেভিয়া মুখোমুখিঃবঙ্গনিউজ ডটকমঃ সেভিলার মাঠে কঠিন এক পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। শনিবার লা লিগার ম্যাচে সেভিলার বিপক্ষে মাঠে নামবে লুইস এনরিকের দল। চার পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। ফলে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারলে শিরোপা জয়ের কাছাকছি চলে যাবে মেসি-নেইমারের দল।
বাংলাদেশ সময় রাত ১২টায় বার্সেলোনা ও সেভিয়া মুখোমুখি হবে। এর চার ঘণ্টা আগে দুর্বল এইবার’র বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ।
লা লিগায় সর্বশেষ ৬ ম্যাচে টানা জয় নিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। তাছাড়া আগের ম্যাচে মেসি-সুয়ারেজের গোলে আলমেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে চনমনে রয়েছে লুইস এনরিকের দল। ফলে সেভিয়া নিজেদের মাঠে কঠিন ম্যাচের সম্মুখিন হতে যাচ্ছে সেটা সহজেই অনুমেয়।
অন্যদিকে ঘরের মাঠে সেভিলার সাম্প্রতিক ফর্মও ঈর্ষণীয়। ২০১৪ সালের ফেব্রুযারির পর ঘরের মাঠে টানা ২৬ ম্যাচ অপরাজিত টেবিলের পঞ্চম স্থানে থাকা সেভিলা। ফলে ঘরের মাঠে তারা সফরকারী বার্সাকে চমকে দিতে পারে।
শনিবারের ম্যাচে বার্সেলোনার লক্ষ্য থাকবে সেভিয়াকে হারিয়ে শিরোপা জয়ের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। অন্যদিকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য সেভিয়া সফরকারী দলকে হারিয়ে টেবিলের চতুর্থ স্থান দখল করার চেষ্টায় মরিয়া।
লুইস এনরিকের স্বস্তিতে থাকারই কথা। মৌসুমের প্রথম ম্যচে লিওনেল মেসির হ্যাটট্রিকে সেভিয়াকে ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান জায়ান্টরা। তাছাড়া মেসির সঙ্গে লুইস সুয়ারেজ, জাভি ও জেরেমি ম্যাথিউরা রয়েছেন দুর্দান্ত ফর্মে।
তাছাড়া আন্দ্রেস ইনিয়েস্তা, জেরেমি ম্যাথিউ ও সার্জিও রবার্তো ইনজুরি কাটিয়ে শনিবারের ম্যাচ দিয়ে দলে ফিরতে পারেন। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে একাদশে ফেরার জন্য তৈরি সার্জিও বুসেকেটসও। লেফট-ব্যাক জর্ডি আলবাও সুস্থ্য হয়ে দলে ফিরেছেন বলে বার্সেলোনা তাদের নিজস্ব ওয়েবসাইটে নিশ্চিত করেছে। পাশাপাশি আগের ম্যাচে বিশ্রাম দেয়া নেইমারকে শনিবারের ম্যাচে সেরা একাদশে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন লুইস ইনরিক।
বার্সেলোনা মিডফিল্ডার ইভান র্যাকিটিকের জন্য আজকের ম্যাচটি আবেগময় হওয়ার কথা। দীর্ঘ সাড়ে তিন বছর সেভিয়ায় কাটিয়েছেন তিনি। খেলেছেন ১৪৯ ম্যাচ। সেভিয়াকে তার চেয়ে ভালো কেউ জানে না। নিজের সাবেক ক্লাবের বিপক্ষেই আজ খেলতে নামবেন তিনি। গত মৌসুম শেষে সেভিয়া ছেড়ে বার্সায় যোগ দেয়ার পর আজই প্রথম সাবেক ক্লাবের বিপক্ষে খেলতে নামছেন র্যাকিটিক।
সেভিয়াকে কঠিন প্রতিপক্ষ মানছেন বার্সার এই মিডফিল্ডার। তিনি বলেন, ‘সেভিয়ার বিপক্ষে তাদেরই মাঠে খেলা কতো কঠিন সেটা সব দলই জানে। সেখানের দর্শকরা আপনার ওপর আরও বেশি চাপ প্রয়োগ করবে। তবে বার্সার বিপক্ষ খেলাও কতো কঠিন সেটাও সব দলই জানে। মৌসুমের বাকি আট ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবগুলো ম্যাচেই জয়ের জন্য আমরা মাঠে নামবো।’
বার্সেলোনা লা লিগায় সেভিয়ার বিপক্ষে সর্বশেষ ৫ ম্যাচেই জয় পেয়েছে। তবে ১৯৭৫ সালের পর তারা টানা ৬ ম্যাচে সেভিয়াকে হারাতে পারেনি। ফলে আজ সেভিয়াকে হারাতে পারলে নতুন রেকর্ড গড়বে লুইস এনরিকের দল।
বার্সার মাঠের পরিসংখ্যানও সেভিয়ার বিপক্ষে। ন্যু-ক্যাম্পে সর্বশেষ ১০ সাক্ষাতে কোনো জয় পায়নি তারা। শুধু ২০১১ সালে এক ম্যাচে গোলশুন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা।
বাংলাদেশ সময়: ১৩:০১:৫২ ২৮৪ বার পঠিত