শনিবার, ১১ এপ্রিল ২০১৫

আজ শনিবার কার্যকর করা হবে কামারুজ্জামানের ফাঁসিঃ আসাদুজ্জামান খাঁন কামাল

Home Page » প্রথমপাতা » আজ শনিবার কার্যকর করা হবে কামারুজ্জামানের ফাঁসিঃ আসাদুজ্জামান খাঁন কামাল
শনিবার, ১১ এপ্রিল ২০১৫



119.jpgবঙ্গনিউজ ডটকমঃ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি শুক্রবার রাতে কার্যকর হয়নি; তবে আজ শনিবার কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার রাতে দেশের প্রথম সারির একটি জাতীয় পত্রিকাকে মুঠোফোনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

জাতিয় পত্রিকাটি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে যোগাযোগ করলে আসাদুজ্জামান খাঁন শুক্রবার রাত সোয়া ১০টার দিকে মুঠোফোনে বলেন, ‘কামারুজ্জামানের ফাঁসি আজকে হবে না, কালকে হবে’।

এদিকে গতকাল ফাঁসি কার্যকরের জন্য সব প্রস্তুতি গ্রহণের পরও অজ্ঞাত কারনে কার্যকর হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফাসির আগে কামারুজ্জামান তার পরিবারের সাথে শেষ সাক্ষাতের ইচ্ছা ব্যক্ত করেন। এর আগে বুধবার পরিবারের সদস্যরা সাক্ষাত করলেও সেটি ছিল রুটিন মাফিক। সেসময় কারাকর্তৃপক্ষ পরিবারকে জানিয়েছিলেন, তারা শেষ সাক্ষাতের সুযোগ পাবেন।

এর আগে মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি রায় কার্যকর হচ্ছে-এমন গুঞ্জনে সন্ধ্যার পরে গণমাধ্যমের কর্মীরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় জমান। সন্ধ্যায় কারাগার ও এর আশপাশে হঠাৎ করে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ-র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়। বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সেখানে অবস্থান নিতে দেখা যায়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ‘ওপরের নির্দেশে’ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরপরই সবার দৃষ্টি ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে। এরপর রাত সোয়া নয়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী কারাগার থেকে পুলিশের একটি গাড়িতে করে বের হয়ে যান। এরপরই গুঞ্জন শুরু হয় কামারুজ্জামানের ফাঁসির রায় আজ কার্যকর হচ্ছে না। এবং শেষ পর্যন্ত ফাঁসি কার্যকর হয়নি।

বাংলাদেশ সময়: ০:২৬:০১   ২৭১ বার পঠিত