বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০১৫

বিশ্বের বৃহত্তম প্রজাপতি পার্কঃ

Home Page » এক্সক্লুসিভ » বিশ্বের বৃহত্তম প্রজাপতি পার্কঃ
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০১৫



117.jpgবঙ্গনিউজ ডটকমঃ দুবাইয়ে খুলে দেয়া হলো বিশ্বের বৃহত্তম ইনডোর প্রজাপতি পার্ক। এখানে রয়েছে প্রায় ৫০ লাখ ফুল। এসব ফুলেই উড়ে বেড়াচ্ছে প্রায় ১৫ হাজার প্রজাপতি। বর্তমানে দুবাইয়ে পর্যটকদের অন্যতম আকর্ষণ এই ভিন্নধর্মী পার্ক।

আয়তনে আড়ে আটশো স্কয়ার ফুটের ইনডোর পার্কটি, বিশ্বের বৃহত্তম পার্কগুলোর একটি। এখানে রয়েছে, ২৬টি প্রজাতির প্রায় ১৫ হাজার প্রজাপতি। এখন তাদের স্থায়ী নিবাস, তিনটি প্রাসাদাকার ভবন। পুরো পার্ক, শীতাতপ নিয়ন্ত্রিত।

দুবাইয়ের আইনে প্রজাপতির কৃত্রিম প্রজনন নিষিদ্ধ। তাই, এতসব প্রজাপতি যোগার করে আনা হয়েছে সারা বিশ্ব থেকে। এতে বিশেষ গুরুত্ব পেয়েছে, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চল।

প্রজাপতি বাঁচে সর্বোচ্চ এক মাস। তাই, চড়া দাম হলেও, প্রজাপতি আমদানি করতে হয় প্রতি মাসেই। অবশ্য, পার্কটি সহজেই আকর্ষণ করেছে পর্যটকদের। তাই, কর্তৃপক্ষের আর্থিক সঙ্কট তেমন একটা নেই।

রাহহাল বলেন,এটা বিশ্বের সবচেয়ে বড় প্রজাপতি বাগান। নানান জাতের এতো প্রজাপতি একসঙ্গে আর কোথাও নেই। পর্যটকরাও এতে বেশ সাড়া দিচ্ছে।

পার্ক পরিচালনা করেন, দুবাইয়ের বিখ্যাত মার্কেল গার্ডেনের অভিজ্ঞ পরিচালকেরা। মরুময় দেশটিতে, প্রচন্ড গরমের কারণে, বছরের জুনে বন্ধ থাকবে বাগান। কিন্তু, প্রজাপতি পার্ক খোলা থাকবে বছরজুড়ে।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৫৫   ৪১৯ বার পঠিত