বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০১৫
সৌদি আরব যেতে দেয়া হয়নি গোলাম আযমের স্ত্রীকে
Home Page » আজকের সকল পত্রিকা » সৌদি আরব যেতে দেয়া হয়নি গোলাম আযমের স্ত্রীকেবঙ্গনিউজ ডটকমঃ জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম অধ্যাপক গোলাম আযমের স্ত্রী সৈয়দা আফিফা আযমকে সৌদি আরব যেতে দেয়া হয়নি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল তাকে আটকে দেয়া হয়েছে।
অধ্যাপক গোলাম আযমের পারিবারিক সূত্র জানিয়েছে, সৈয়দা আফিফা আযম পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে আসেন। বিকেল ৫টায় সৌদিয়া এয়ারলাইন্সে তার সৌদি আরব যাওয়ার কথা ছিল। তার সাথে সফরসঙ্গী হিসেবে তার ভাইয়ের ছেলে ছিল। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ সৈয়দা আফিফা আযমের ভাইয়ের ছেলেকে সৌদি আরব যাওয়ার অনুমতি দিলেও তাকে আটকে দেয়। দীর্ঘ সময় তাকে অপেক্ষা করিয়ে রাখা হয় বিমানবন্দরে। এরপর রাত সোয়া ৮টার দিকে তিনি বাসায় চলে যেতে বাধ্য হন।
পারিবারিক সূত্র জানিয়েছে অধ্যাপক গোলাম আযমের এক ছেলে জেদ্দায় বসবাস করেন। সৈয়দ আফিফা আযমের বয়স ৮৩ বছর অতিক্রম করেছে। তিনি অসুস্থ এবং হুইল চেয়ারে চলাফেরা করেন।
বিমানবন্দর ইমিগ্রেশন ওসি ও অতিরিক্ত এসপির সাথে যোগাযোগ করা হলে দুইজনের কেউই এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
বাংলাদেশ সময়: ১১:৫০:০৬ ৩৪০ বার পঠিত