বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০১৫
আপিল বিভাগেও মিন্টুর আবেদন খারিজ
Home Page » প্রথমপাতা » আপিল বিভাগেও মিন্টুর আবেদন খারিজবঙ্গনিউজ ডটকমঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর করা আপিল আবেদন ওপর শুনানি শেষ হয়েছে।
তবে শুনানি শেষে কোনো আদেশ (নো অর্ডার) দেননি আপিল বিভাগ।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।
বেঞ্চের অন্য তিন সদস্যরা ছিলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আইনজীবীরা জানান, শুনানি শেষে কোনো আদেশ না দেওয়ায় বুঝা গেলো হাইকোর্টের আদেশটিই বহাল থাকলো।
মিন্টুর পক্ষের আইনজীবী বদরুদ্দোজা বাদল বাংলানিউজকে বলেন, রিটার্নিং কর্মকর্তা যে কারণে মিন্টুর মনোনয়নপত্র বাতিল করে ছিলেন, ঠিক একই কারণে বিভাগীয় কমিশনারও বাতিল করেছিলেন। পরে মিন্টু হাইকোর্টে আপিল আবেদন করলে একই কারণে হাইকোর্টও তার খারিজ করে দেন।
পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে আপিল বিভাগ কোনো আদেশ না দিলেও বুঝা গেলো হাইকোর্টের আগের আদেশটিই বহাল থাকলো। ফলে মিন্টুর আইনগত সব দিক শেষে হয়ে গেলো।
এর আগে মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে মিন্টুর পক্ষে আপিল আবেদনটি দাখিল করেন তার আইনজীবী বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুপুরে শুনানি শেষে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত। হাইকোর্টের আদেশের বিষয়ে স্থগিতাদেশ দেননি চেম্বার বিচারপতি।
মিন্টুর পক্ষে শুনানি করেন তার আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে সোমবার (০৬ এপ্রিল) মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মিন্টুর রিট আবেদন খারিজ করে দেন বিচারপতি ফারাহ মাহবুব ও কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ। রোববার (০৫ এপ্রিল) মিন্টুর পক্ষে ওই রিট করেছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
গত ২৯ মার্চ ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে মিন্টুর মনোনয়নপত্র দাখিল করলেও তা বাতিল হয়। গত ১ এপ্রিল মনোনয়নপত্র বাছাইয়ের সময় আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা।
পরদিন ০২ এপ্রিল আইনজীবীর মাধ্যমে আপিল কর্তৃপক্ষ ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমানের কাছে আপিল করেন মিন্টু। ৪ এপ্রিল সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শুনানি শেষে আপিল আবেদন নামঞ্জুর করেন বিভাগীয় কমিশনার।
বাংলাদেশ সময়: ১০:৫২:০২ ২৬৮ বার পঠিত