মঙ্গলবার, ৭ এপ্রিল ২০১৫
একজনকে বাঁচাতে ছয়জনের মৃত্যু
Home Page » আজকের সকল পত্রিকা » একজনকে বাঁচাতে ছয়জনের মৃত্যুবঙ্গনিউজ ডটকমঃ পরিবারের আদুরে মেয়েটিকে বাঁচাতে গিয়ে একে একে প্রাণ দিলেন ছয়জন। চীনের গুয়াংদং প্রদেশের শান্তু শহরের একটি জলাধারে ডুবে তাদের মৃত্যু হয়। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। ডেইলি মেইল এ খবর জানিয়েছে।
মা-বাবাসহ পুরো পরিবারের সাথে ঘুরতে বের হয়েছিল ১৭ বছর বয়সী কিশোরীটি। সবাই মিলে একটি সমাধিস্থল ঘুরে দেখে তারা। ঘুরতে
ঘুরতে এক সময় তার চোখে পড়ে চারদিকে বাঁধানো বিশাল একটি জলাধারে।
শখ করে সেই জলাধারে হাত ধুতে যায় সে। কিন্তু জলাধারের চারদিকটা অনেক ঢালু থাকায় সামলে উঠতে পারে না। এক পর্যায়ে পা পিছলে জলাধারে পড়ে যায়। এ সময় তার চিৎকার শুনে দৌঁড়ে আসে মা। এরপর একে একে শিশুটির বাবা, চাচা, চাচী, ফুপুসহ পরিবারের আরো তিন শিশুও।
গভীর সেই জলাশয় থেকে কিশোরীকে উদ্ধারের চেষ্টায় দিশেহারা হয়ে পড়ে পুরো পরিবার। কি করবে বুঝে উঠতে পারে না তারা।
এক সময় ঠিক করেন সবাই হাতে হাত ধরে মানবশৃঙ্খল গড়ে কিশোরীকে উদ্ধার করবেন। কিন্তু পরিবারের কারোরই সাঁতার জানা ছিল না।
এক পর্যায়ে মানবশৃঙ্খল ভেঙে যায়। হুড়মুড়িয়ে একে একে পরিবারের সবাই জলাশয়ে পড়ে যান। প্রাণ হারায় ওই পরিবারের সাতজনই।
উদ্ধারকর্মী শিং টান জানান, অবস্থা দেখে মনে হচ্ছে, তারা কেউই সাঁতার জানতেন না। কিন্তু মেয়েটিতে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছেন।
বাংলাদেশ সময়: ১৩:১৭:৪৪ ৩৩৬ বার পঠিত