মঙ্গলবার, ৭ এপ্রিল ২০১৫

বেসিস ই-কমার্স অ্যালায়েন্স গঠন ।

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » বেসিস ই-কমার্স অ্যালায়েন্স গঠন ।
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০১৫



f633e353dce0a5d50b41c0731b8c7ff6-2.jpgবঙ্গ নিউজ ডটকমঃ প্রতিযোগিতায় মগ্ন গেমাররা। ছবিটি ৪ এপ্রিল ফ্রান্সের একটি শহর থেকে তোলা। এখানে শুরু হয়েছে গেম খেলার প্রতিযোগিতা গেমারস অ্যাসেম্বলি ২০১৫। ১৫ হাজার বর্গফুট জায়গাজুড়ে আয়োজিত এ প্রতিযেগিতায় দুই হাজার গেমার খেলছেন স্টার ক্র্যাফট-২ গেমের আন্তর্জাতিক পর্বে l এএফপিদেশের ইলেকট্রনিক বাণিজ্য (ই-কমার্স) আরও শক্তিশালী করতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ই-কমার্স জোট গঠন করেছে। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই জোটের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এ সময় তিনি বলেন, ‘ই-কমার্স খাতকে অধিকতর গুরুত্ব দিতে “বেসিস ই-কমার্স অ্যালায়েন্স” গঠনের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন তথা ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে বেসিসকে বাংলাদেশ ব্যাংক ভবিষ্যতেও সম্ভব সব রকম সহযোগিতা দেবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, ই-কমার্স ব্যবসা যাতে আরও সম্প্রসারিত হতে পারে এবং এর সঙ্গে জড়িত আরও যেসব প্রতিষ্ঠান রয়েছে, তাদের সবাইকে সমভাবে সম্পৃক্ত করা প্রয়োজন।
বেসিস সভাপতি শামীম আহসান জানান, ই-কমার্স খাতকে কটিবদ্ধ নয় বরং একে অবারিতভাবে সম্প্রসারণ ও উদ্যোক্তা উৎসাহে এই জোট কাজ করবে। অনলাইনে পণ্য বেচাকেনা করে এমন যেকোনো কোম্পানি, লজিস্টিক বা কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান, আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান, ফেসবুক কমার্স ও মোবাইল কমার্সে যুক্ত প্রতিষ্ঠান এই জোটের সদস্য হতে পারবে। এই অ্যালায়েন্স দেশের ই-কমার্স গোষ্ঠীকে তুলে ধরবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব সুশান্ত কুমার সাহা, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক, নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ, বিসিএসের সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ ও আইএসপিএবির সভাপতি আক্তারুজ্জামান ও বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদসহ অনেকে।
এ কে এম ফাহিম মাশরুরকে আহ্বায়ক করে ২৩ সদস্যবিশিষ্ট বেসিস ই-কমার্স জোটের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে অনলাইনের মাধ্যমে পণ্য বেচাকেনা বা এ সম্পর্কিত সেবাদাতা সব প্রতিষ্ঠান ও উদ্যোক্তা সদস্য হতে পারবেন।

বাংলাদেশ সময়: ১২:১০:২০   ৩৪২ বার পঠিত