সোমবার, ৬ এপ্রিল ২০১৫

দুই মাদক বিক্রেতাকে ধাওয়া করতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন মোটার সাইকেলআরোহী এক পুলিশ কনস্টেবল, আহত হয়েছেন তার এক সহকর্মী।

Home Page » সারাদেশ » দুই মাদক বিক্রেতাকে ধাওয়া করতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন মোটার সাইকেলআরোহী এক পুলিশ কনস্টেবল, আহত হয়েছেন তার এক সহকর্মী।
সোমবার, ৬ এপ্রিল ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ নিহত কনস্টেবল ইসমাইল হোসেন (৫৫) নাটোর সদরের রামনগর এলাকার আব্দুল লতিফের ছেলে। তিনি যশোর সদরের সাজিয়ালি পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

আহত এএসআই আসাদকে যশোর পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কোতোয়ালি থানার ওসি শিকদার আক্কাস আলী জানিয়েছেন।

তিনি জানান, সোমবার সকাল ১০টার দিকে যশোর-চৌগাছা সড়কের দোগাছিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ওসি বলেন, একটি মোটর সাইকেলে করে দুই মাদক বিক্রেতা ফেনসিডিল নিয়ে যাচ্ছে খবর পেয়ে পুলিশের একটি দল যশোর-চৌগাছা সড়কের আমবটতলা বাজারে অবস্থান নিয়ে ছিল। ওই মোটর সাইকেলটি বাজার এলাকা পার হওয়ার সময় এএসআই আসাদ ও কনস্টেবল ইসমাইল আরেকটি মোটর সাইকেলে তাদের পিছু নেন।

“প্রায় আড়াই কিলোমিটার ধাওয়া করার পর দোগাছিয়া নিউ মডেল কলেজের সামনে মাদক বিক্রেতাদের মোটর সাইকেলটি হঠাৎ থেমে যায়। এ সময় পেছনে থাকা পুলিশের মোটর সাইকেলটির সজোরে ধাক্কা লেগে দুই পুলিশ সদস্য রাস্তায় ছিটকে পড়েন। রাস্তার পাশে একটি ইটে ইসমাইলের মাথায় আঘাত লাগে।”

অহত অবস্থায় দুজনকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে ইসমাইল মারা যান বলে জানান ওসি।

আহত এএসআই আসাদকে পরে যশোর পুলিশ হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনার পরপরই দুই মাদক বিক্রেতা পালিয়ে যায় বলে ওসি জানান।

বাংলাদেশ সময়: ১৫:০৪:৪৪   ৩৮২ বার পঠিত