সোমবার, ৬ এপ্রিল ২০১৫
রিয়ালের থেকে চার পয়েন্টে এগিয়ে বার্সা।
Home Page » খেলা » রিয়ালের থেকে চার পয়েন্টে এগিয়ে বার্সা।বঙ্গ নিউজ ডটকমঃ গ্রানাডার বিপক্ষে রিয়াল মাদ্রিদ বিধ্বংসী রুপে দেখা দিলেও বার্সেলোনা তা পারেনি। জেরেমি ম্যাথিউর একমাত্র গোলে সেল্টা ভিগোর বিপক্ষে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। কষ্টার্জিত জয় পেলেও রিয়ালের থেকে চার পয়েন্টেই এগিয়ে থাকল বার্সা।
উল্লেখ্য, গতকাল (রোববার) ক্রিস্টিয়ানো রোনালদোর পাঁচ গোলে গ্রানাডাকে ৯-১ ব্যবধানে উড়িয়ে দেয় রিয়াল।
ন্যু ক্যাম্পে গত বছরের নভেম্বরে এই সেল্টার বিপক্ষেই ১-০ গোলে হারের লজ্জা পায় জাভি-ইনিয়েস্তারা। নিজেদের মাঠে ফিরতি পর্বের ম্যাচে সেল্টার ফুটবলাররা তাই আত্মবিশ্বাসই ছিল। ম্যাচের ফলাফলই তা প্রমাণ করে। জয় পেতে লুইস এনরিকের শিষ্যদের বেশ বেগ পেতে হয়।
লিওনেল মেসির খেলা নিয়ে সংশয় থাকলেও শুরুর একাদশেই মাঠে নামেন এ আর্জেন্টাইন তারকা। পূর্ণ শক্তির দল নিয়ে খেললেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না বার্সা। প্রথমার্ধ থাকে গোলশূণ্য ড্র। বল দখলে আধিপত্য দেখালেও স্বাগতিকদের গোলমুখে গিয়ে খেই হারিয়ে ফেলে নেইমার-সুয়ারেজরা।
দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে কাতালানদের অপেক্ষার অবসান ঘটে। জাভি হার্নান্দেজের ফ্রি-কিক থেকে গোলপোস্টের ডান প্রান্তে দুর্দান্ত হেডে গোল করেন ডিফেন্ডার ম্যাথিউ। এরপর কোনো দলই আর জালের ঠিকানা খুঁজে পায়নি। নির্ধারিত সময় শেষে স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে মেসি-রাকিটিচরা।
উল্লেখ্য, পয়েন্ট টেবিলে ২৯ ম্যাচ শেষে ২৩ জয়, দুই ড্র ও চার পরাজয়ে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট সংখ্যা ৬৭। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদ ৬২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে।
বাংলাদেশ সময়: ১০:৪৬:৩৫ ৩১০ বার পঠিত