রবিবার, ১৯ মে ২০১৩
আকাশে উড়বে গাড়ি!
Home Page » এক্সক্লুসিভ » আকাশে উড়বে গাড়ি!বঙ্গ-নিউজ ডেস্কঃ বিদেশের এক সংবাদ মাধ্যমের সুত্রে জানা গেছে, মার্কিন Terrafugia কোম্পানি সম্প্রতি আকাশে উড়তে সক্ষম এরকম এক প্রজাতির গাড়ি বিষয়ে এক প্রেস ব্রিফিং-এর আয়োজন করেছে।জানা গেছে, Terrafugia কোম্পানি উড়তে সক্ষম গাড়ি প্রস্তত করার প্রস্তাব নিয়ে গবেষণা করছে। প্রেস ব্রিফিংয়ে যে গাড়ির কথা উল্লেখ করা হয়েছে, সে গাড়িটির চারটি আসন রয়েছে এবং লেভেলে উঠানামা করতে পারে। Terrafugia কোম্পানি জানায়, এ গাড়িতে সবচে উন্নত প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। এ ধরণের গাড়ি চালাতে মাত্র ৫ ঘণ্টা লাগে। এর স্বয়ংক্রিয় উড্ডয়ন ও ল্যান্ডিং থাকে। নতুন চালকের জন্য এটা খুব সহজ হবে।
জানা গেছে, এ ধরণের গাড়ি উদ্ভাবন করতে ৮ থেকে ১২ বছর লাগবে। যারা আজ কাল বা আগামী কয়েক মাসের মধ্যে যারা গাড়ি কিনবেন, তারা নিশ্চয়ই এ খবরে হতাশ হবেন।
বাংলাদেশ সময়: ১০:১৩:১৭ ৪৭১ বার পঠিত