শনিবার, ৪ এপ্রিল ২০১৫

টিকেট বিক্রির রেকর্ড গড়েছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭ঃ

Home Page » বিনোদন » টিকেট বিক্রির রেকর্ড গড়েছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭ঃ
শনিবার, ৪ এপ্রিল ২০১৫



772.jpgবঙ্গনিউজ ডটকমঃ জেমস ওয়ানের ‘ফিউরিয়াস ৭’ সপ্তাহের শেষে বিশাল ব্যবসার আশা করছে। তারা ২০১৫ সালের সবচেয়ে বড় ব্যবসার আশা নিয়ে এগোচ্ছে। অবশ্য রেকর্ড সৃষ্টির জন্য তাদের মুভি থিয়েটারে মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না।

এপ্রিল মাসে মুভিটি মুক্তির আগেই অগ্রিম টিকেট বিক্রির দিক দিয়ে নতুন রেকর্ড গড়েছে যা গত বছরের ‘ক্যাপ্টেন আমেরিকাঃ দ্যা উইন্টার সোলজার’ এর রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

আয়ের ব্যপারটি ফ্যান্ড্যাঙ্গো কোম্পানির কাছে রয়েছে। তাদের মতে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ এর সপ্তম মুভিটি এরইমধ্যে অগ্রিম টিকেট বিক্রির দিক দিয়ে ভালো ব্যবসা করে নিয়েছে।

মার্ভেল স্টুডিওর মুভি ‘ক্যাপ্টেন আমেরিকাঃ দ্যা উইন্টার সোলজার’ ২০১৪ সালে ৯৫ মিলিয়ন ডলার আয় করেছিল। এপ্রিলে ‘ফিউরিয়াস ৭’ সেই রেকর্ডও ভেঙ্গে দিয়েছে।

ইউনিভার্সাল পিকচারস ‘ফিউরিয়াস ৭’ এর সাফল্যের জন্য যা যা করা দরকার সবকিছুই করছে। কোম্পানিটি ইতোমধ্যে উত্তর আমেরিকার ৪০০৩ টি থিয়েটারে ও সারাবিশ্বে ১০৫০০ টি থিয়েটারে মুভিটি মুক্তি দেয়ার ব্যবস্থা করেছে।

ইউনিভার্সাল এর ক্ষেত্রে এটিই তাদের সবচেয়ে বেশি জায়গায় মুভি মুক্তি দেয়ার রেকর্ড। এটি অবশ্যই ব্যয়সাপেক্ষ ব্যপার। তবে বিশ্ববাসী এই মুভির জন্য যে অধীর আগ্রহে রয়েছে ইউনিভার্সাল পিকচারস নিশ্চয়ই তা বিবেচনা করেছে।

আগাম ধারণা করা হচ্ছে যে ‘ফিউরিয়াস ৭’ মুক্তির প্রথম তিন দিনেই ১১৫ মিলিয়ন ডলার আয় করবে যা তাদেরকে এখন পর্যন্ত ২০১৫ সালের সেরা ব্লকবাস্টার মুভির কাতারে নিয়ে যাবে। এখন যেহেতু এপ্রিল মাস তাই দেখা যাক মুভিটি আগামীতে কততুকু ব্যবসা করতে পারে।

এই বছরে আরও কয়েকটি ব্লকবাস্টার মুভি আমরা দেখতে পেয়েছি। তাদের মধ্যে রয়েছে ‘আমেরিকান স্নাইপার’ যা বিশ্বে মুক্তির পরেই ৮৯ মিলিয়ন ডলার এবং ‘ফিফটি শেইডস অব গ্রে’ যা মুক্তির পর ৮৫ মিলিয়ন ডলার আয় করেছিল।

তবে সবাই ধারণা করছে যে ‘ফিউরিয়াস ৭’ বছরের শেষে আয়ের দিক দিয়ে উপরের দিকেই থাকবে এবং নিশ্চয়ই এই মুভিটির প্রতি সবার প্রত্যাশা অনেক বেশি। তবে এ বছর আরও কয়েকটি বড় মুভি মুক্তির মিছিলে রয়েছে।

তাদের মধ্যে রয়েছে ‘অ্যাভেঞ্জারসঃ এইজ অব আল্ট্রন’, ‘দ্যা হাঙ্গার গেমসঃ মকিংজে পার্ট ২’ এবং ‘স্টার ওয়ারসঃ দ্যা ফোরস অ্যাওয়েকেন্স’। তাই অপেক্ষা করতে হবে এই মুভিগুলোর মধ্যে কোনটি বছর শেষে সেরা অবস্থানে থাকে।

বাংলাদেশ সময়: ১৬:১৫:২২   ৩৩৯ বার পঠিত