শনিবার, ৪ এপ্রিল ২০১৫

আগামীকাল আদালতে হাজিরা দিবেন খালেদা জিয়া

Home Page » প্রথমপাতা » আগামীকাল আদালতে হাজিরা দিবেন খালেদা জিয়া
শনিবার, ৪ এপ্রিল ২০১৫



32.jpgবঙ্গনিউজ ডটকমঃ গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে রবিবার বকশিবাজারের বিশেষ আদালতে হাজিরা দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফলে তিন মাসের বেশি সময় পর তিনি গুলশান কার্যালয় থেকে বের হচ্ছেন।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া শনিবার এ কথা জানান।

রবিবার জিয়া অরফারেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে মামলা দুটির বিচার চলছে।

এর আগে গত ৪ মার্চ সাবেক প্রধানমন্ত্রী খালেদার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন নাকচ করে দিয়ে শুনানির এই দিন ধার্য করে দেন বিচারক।

৩ মার্চ থেকে গুলশানের কার্যালয়ে অবস্থানের পর এই প্রথম তিনি কার্যালয় থেকে বের হবেন। কার্যালয়ে থাকাকালীন খালেদা জিয়া তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে হারিয়েছেন।

 

খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আদালত চাইলেই তাকে জেলহাজতে পাঠাতে পারে।

বাংলাদেশ সময়: ১২:০৩:৩৫   ৩৭৫ বার পঠিত