বুধবার, ১ এপ্রিল ২০১৫

দুর্নীতির আখড়ায় কাজ করা সম্ভব নয়: আইসিসি সভাপতি

Home Page » খেলা » দুর্নীতির আখড়ায় কাজ করা সম্ভব নয়: আইসিসি সভাপতি
বুধবার, ১ এপ্রিল ২০১৫



12.jpgবঙ্গনিউজ ডটকমঃ আমরা চাই ক্রিকেট কলুষিতমুক্ত হউক। দুর্নীতির আখড়ায় আমার কাজ করা সম্ভব নয়। তাই আমি পদত্যাগ করলাম বলে জানিয়েছেন আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) এর সভাপতি আ হ ম মোস্তফা কামাল।আজ দুপুরে দেশে ফিরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, ফাইনালে সভাপতি ট্রফি তুলে দেওয়ার নিয়ম থাকলেও আমাকে ট্রফি দিতে দেওয়া হয়নি। এ কারণেই আমি পদত্যাগ করলাম।

কামাল বলেন, ভারত-বাংলাদেশ ম্যাচে সব প্রযুক্তির ব্যবহার করা হয়নি। বিশেষ করে মেলবোর্নের দুটি খেলায় স্পাইডার ক্যামেরা ব্যবহার করা হয়নি।

তিনি বলেন, আমি বলিনাই আম্পায়াররা সিদ্ধান্ত ইচ্ছাকৃত দিয়েছে। সেখানে কি হয়েছে, সারা পৃথিবীর মানুষ দেখেছে। সেখানে থাকা দর্শকরাও এর প্রতিবাদ জানিয়েছে। আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের সাথে তুলনা করা হয়েছে। এমনকি খেলা চলাকালীন সময়ে যায়েন্ট স্ক্রিনে লেখা ছিল “জিতে গা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতে গা” আমি এই লেখা সড়াতে বলার পরেও আমার কথার মূল্যায়ন করা হয়নি। তাহলে আমি কেন সভাপতি থাকব? আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সভাপতি, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের নই।

তিনি আরো বলেন, এত অন্যায়ের পরেও আমাকে ক্ষমা চাইতে বলা হয়। ক্রিকেটের বিশ্বায়ন আমরা চাই কিন্তু প্রতি বছর ইচ্ছামত ফরম্যট পরিবর্তন অন্যায় ও পাগলামি।

বাংলাদেশ সময়: ১৯:৫৫:৫১   ৩১৬ বার পঠিত