বুধবার, ১ এপ্রিল ২০১৫
টেলিভিশনে কথা বলবেন প্রধানমন্ত্রী কন্যা পুতুল
Home Page » জাতীয় » টেলিভিশনে কথা বলবেন প্রধানমন্ত্রী কন্যা পুতুলবঙ্গনিউজ ডটকমঃ আগামী ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এ দিবসটি উপলক্ষে এটিএন বাংলায় এদিন প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান। আর এ অনুষ্ঠানে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।
অটিজম বিষয়ে বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির প্রধান সায়মা ওয়াজেদ পুতুল।
জানা গেছে, অনুষ্ঠানে তুলে ধরা হবে অটিজম নিয়ে তার নানা কর্মকাণ্ড, অভিজ্ঞতা, পরামর্শ ও ভবিষ্যত পরিকল্পনা। এর পাশাপাশি অনুষ্ঠানে থাকছে অটিজম নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘সুইড বাংলাদেশ’র কার্যক্রম।
এতে আরও থাকবে অটিজমে ভুগতে থাকা শিশু আকিবকে নিয়ে বিশেষ আয়োজন। ২০১৪ সালে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে সংযোজিত হয়েছিল এই আকিবের আঁকা ছবি।
অনুষ্ঠানটি পরিকল্পনা ও সঞ্চালনায় থাকবেন রুকসানা কবীর কাকলী। পরিচালনায় মুকাদ্দেম বাবু।এটি প্রচারিত হবে ২ এপ্রিল রাত ৮টায়।
বাংলাদেশ সময়: ১৯:২১:২৬ ২৮৮ বার পঠিত