মঙ্গলবার, ৩১ মার্চ ২০১৫

থানায় ধরা দিলেন কমার্স ব্যাংকের সেই কর্মকর্তা

Home Page » জাতীয় » থানায় ধরা দিলেন কমার্স ব্যাংকের সেই কর্মকর্তা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০১৫



khatunginj-bank.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ চট্টগ্রামে গ্রাহকের টাকা নিয়ে ‘উধাও’ হয়ে যাওয়ার অভিযোগ ওঠার একদিন পর থানায় আত্মসমপর্ণ করেছেন কমার্স ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ মাঈনুদ্দিন (৩৫)। কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন জানান, কমার্স ব্যাংক খাতুনগঞ্জ শাখার সেকেন্ড অফিসার মাঈনুদ্দিন সোমবার রাতে নিজেই এসে আত্মসমপর্ণ করেন।

মাঈনুদ্দিন গ্রাহকের প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন বলে সোমবার দিনভর গুঞ্জন চলে চট্টগ্রামের ব্যবসায়িক প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত খাতুনগঞ্জে।

এরমধ্যে ব্যাংক কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো বক্তব্য না দেওয়ায় এবং সারাদিন ওই কর্মকরতার মোবাইল ফোন বন্ধ থাকায় বিষয়টি আরো জোরালো হয়ে ওঠে।

রাতে ফোন খোলার পর থানায় আসেন মাঈনুদ্দিন। তিনি একজন গ্রাহকের অজান্তে অন্য গ্রাহকের যোগসাজশে আড়াই কোটি টাকা স্থানান্তরের কথা স্বীকার করেছেন বলে কোতয়ালির ওসি জানান।

তিনি বলেন, মাঈনুদ্দিনকে থানায় আটক রাখা হয়েছে। কমার্স ব্যাংকের ওই শাখার কর্মকর্তারা অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:০৬:২০   ৩০৪ বার পঠিত