মঙ্গলবার, ৩১ মার্চ ২০১৫
মার্কিন গোয়েন্দা সংস্থার কার্যালয় ফটকে গুলিতে নিহত ১
Home Page » বিশ্ব » মার্কিন গোয়েন্দা সংস্থার কার্যালয় ফটকে গুলিতে নিহত ১বঙ্গনিউজ ডটকম: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিষ্ঠান জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সদরদফতরের ফটকে গুলিতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।
সোমবার (৩০ মার্চ) স্থানীয় সময় সকালে ওয়াশিংটনে এনএসএ’র সদরদফতরের একটি ফটকে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা দাবি করেন, নারীর পোশাক পরে দুই সন্দেহভাজন ব্যক্তি একটি প্রাইভেটকার নিয়ে ওয়াশিংটনের সামরিক এলাকা ফোর্ট মিড’র এনএসএ সেকশনে ঢুকে যাওয়ার চেষ্টা করে।
এসময় এনএসএ’র ফটকে দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা গাড়িটির পরিচয় নিশ্চিত হতে সেটিকে থামার ইঙ্গিত দেয়। কিন্তু গাড়িটি না থেমে চলে যেতে চাইলে গুলি চালান নিরাপত্তারক্ষীরা।
এতে গাড়িতে থাকা একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত আরেকজনকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে, কোন নিরাপত্তারক্ষী এ গুলি চালিয়েছেন এ ব্যাপারে কিছু জানায়নি এনএসএ।
এছাড়া, ওই দুই ব্যক্তির ছদ্মবেশ ধরে এনএসএ সদরদফতরে ঢুকে পড়ার চেষ্টার পেছনে অন্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ সময়: ৯:২৩:০১ ৩১৭ বার পঠিত