মঙ্গলবার, ৩১ মার্চ ২০১৫

বিদ্যুৎহীন বগুড়া শহরঃ কাল বৈশাখী ঝড়ঃ

Home Page » জাতীয় » বিদ্যুৎহীন বগুড়া শহরঃ কাল বৈশাখী ঝড়ঃ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০১৫



2.jpgবঙ্গনিউজ ডটকমঃ বিদ্যুৎহীন বগুড়া শহরে ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যার পর আকস্মিক ঝড় আঘাত হানায় শহরের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে এ অবস্থার সৃষ্টি করেছে।সন্ধ্যা ৭টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও ৮টা ১০ মিনিটের দিকে আকস্মিক কালবৈশাখী শুরু হয়। এতে শহরে বেশ কিছু এলাকায় গাছের ডালপালা ভেঙে পড়ে ও রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি দোকানের চালা উড়ে যায়।

এ ঝড় মাত্র ২ মিনিট স্থায়ী ছিলো বলে বাংলানিউজকে জানান, বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক নুরুল ইসলাম।

স্থানীয়রা জানান, ২ মিনিটের ঝড়ে শহরের বেশ কিছু এলাকায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিছু বাড়িঘর ও দোকানের চালাও উড়ে যায় ঝড়ে।

বগুড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-১ আব্দুর রশিদ জানান, ওভার কারেন্ট আর্থফল্ট থাকায় বগুড়া শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎহীন শহরে ঘুমোট অবস্থা বিরাজ করছিল।

বাংলাদেশ সময়: ০:১৫:৪১   ৩২৩ বার পঠিত