সোমবার, ৩০ মার্চ ২০১৫

তেজগাঁওয়ে এক ব্লগারকে কুপিয়ে হত্যা

Home Page » জাতীয় » তেজগাঁওয়ে এক ব্লগারকে কুপিয়ে হত্যা
সোমবার, ৩০ মার্চ ২০১৫



307.jpgবঙ্গনিউজ ডটকম: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ওয়াশিকুর রহমান (২৮) নামে এক ব্লগারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হুমায়ুন কবির জানান, সকাল সাড়ে ১০টায় ওয়াশিকুরকে বেগুনবাড়ি দিপীকার ঢাল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওয়াশিকুরের পকেট থেকে পাওয়া ভোটার আইডি কার্ড থেকে জানা যায়- তার বাবার নাম টিপু সুলতান। তিনি তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় থাকেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আটকরা হত্যাকাণ্ডে জড়িত বলে স্বীকার করেছেন।

ওই দুজন জানিয়েছেন নিহত যুবক ব্লগার ছিলেন বলে তাকে হত্যা করা হয়েছে। এসময় তিনটি চাপাতিও উদ্ধার করা হয়।

মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, ‘ওয়াশিকুর একটি এনজিওতে কাজ করতেন। ব্লগে লিখতেন বলেও আমরা জানতে পেরেছি। তবে তিনি ব্লগে কি বিষয় নিয়ে লিখতেন সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।”

এর আগে ব্লগার রাজিব হায়দার ও অভিজিৎ রায়কে হত্যা করে অজ্ঞাত সন্ত্রাসীরা।

বাংলাদেশ সময়: ১২:৩৮:০৩   ২৬৮ বার পঠিত