রবিবার, ২৯ মার্চ ২০১৫
‘শাস্তি’ পেলেন মুস্তফা কামাল
Home Page » ক্রিকেট » ‘শাস্তি’ পেলেন মুস্তফা কামালবঙ্গনিউজ ডটকমঃ বাংলাদেশ- ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে কড়া সমালোচনা করার ‘শাস্তি’ পেতে হলো আইসিসির সভাপতি মোস্তফা কামালকে। আইসিসির সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিতে পারবেন না তিনি। তার বদলে আইসিসির চেয়ারম্যান ভারতীয় এন শ্রিনিবাসন পুরস্কার তুলে দিবেন।
বিশ্বজুড়ে যে কোনো খেলার বৈশ্বিক আসরের বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন ওই খেলার সবচেয়ে বড় সংস্থার সভাপতি। কিন্তু আইসিসি ওই অঘোষিত নিয়ম বদলে, বৈষম্যের সৃষ্টি করে মুস্তফা কামালকে বঞ্চিত করলো।
বাংলাদেশ- ভারত কোয়ার্টার ফাইনালে অন্তত তিনটি সিদ্ধান্তে আম্পায়াররা ভারতের পক্ষ নেন। এমনটি তৃতীয় আম্পায়ার টিভি রিপ্লেতেও ভারতের পক্ষে সিদ্ধান্ত দেন। পরে ম্যাচ শেষে এ নিয়ে কড়া সমালোচনা করেন মুস্তফা কামাল। এই ঘটনার দুদিন পর আইসিসির প্রধান নির্বাহী মুস্তফা কামালের বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেন।
তখনই বোঝা গিয়েছিলো, মুস্তফা কামালের জন্য আইসিসিতে বাজে সময় অপেক্ষা করছে
বাংলাদেশ সময়: ১৪:২৮:৪৫ ৩১৯ বার পঠিত