রবিবার, ২৯ মার্চ ২০১৫

অস্ট্রেলিয়ার দরকার ১৮৪ রান

Home Page » ক্রিকেট » অস্ট্রেলিয়ার দরকার ১৮৪ রান
রবিবার, ২৯ মার্চ ২০১৫



295.jpgবঙ্গনিউজ ডটকম: বিশ্বকাপের ফাইনালে জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ১৮৪ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। ৩৯ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়লেও গ্র্যান্ড ইলিয়ট ও রস টেইলরের কল্যাণে ১৮৩ রান করতে সক্ষম হয় কিউইরা।
রবিবার সকালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টসে জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
প্রথম ওভারের পঞ্চম বলে ম্যাককালামকে বোল্ড করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। স্টার্কের ইনসুইং বলে পরাস্ত হয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ম্যাককালাম। কিউইদের প্রাথমিক বিপর্যয়ের সূচনা হয় সেখান থেকেই।
ম্যাককালামকে হারানোর পর দ্বিতীয় উইকেট জুটিতে কেন উইলিয়ামসনকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন গাপটিল। বেশ দেখেশুনেই তারা এগোতে থাকেন। ইনিংসের ১২ তম ওভারে আক্রমণে এসেই গাপটিলকে বোল্ড করেন গ্লেন ম্যাক্সওয়েল।
৩৪ বলে ১৫ রান করে ফিরে যান গাপটিল। পরের ওভারে মিচেল জনসনের বলে তার হাতেই ক্যাচ দিয়ে আউট হন কেন উইলিয়ামসনও।
৩৯ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে কিউইরা। পরে সেই চাপ সামাল দেয়ার দায়িত্ব নেন রস টেইলর ও গ্র্যান্ট ইলিয়ট।
ইনিংসের ২০ তম ওভারে ম্যাক্সওয়েলের করা বলে ইলিয়ট লেগ বিফোরের ফাঁদে পড়েন। যদিও রিভিউ নিয়ে এই যাত্রায় বেঁচে যান তিনি।
ম্যাক্সওয়েলের বলে সুইপ করার চেষ্টা করেন ইলিয়ট। টাইমিং মিস হয়ে বল পায়ে আঘাত হানলে অসি শিবির লেগ বিফোরের আবেদন জানায়। অনেক সময় নিয়ে কুমার ধর্মসেনা আউটের সিদ্ধান্ত দেন। তবে রস টেলরের পরামর্শে রিভিউ নিয়ে বেঁচে যান ইলিয়ট।
এই সুযোগ কাজে লাগিয়ে ইলিয়ট তুলে নেন অর্ধশতক। ইলিয়ট-টেইলর জুটি স্বপ্ন দেখাতে থাকেন কিউইদের। ভালোভাবেই প্রতিরোধ গড়ে তোলেন এই দুই ব্যাটসম্যান।
কিন্তু ইনিংসের ৩৬ তম ওভারে বল করতে এসে নিউজিল্যান্ডের প্রতিরোধ ভেঙে দেন জেমস ফকনার। ওই ওভারেই মাত্র ১ বলের ব্যবধানে ফকনার তুলে নেন টেইলর ও জেমস অ্যান্ডারসনের দুটি মূল্যবান উইকেট।
মুলত এখানে এসেই খেই হারিয়ে ফেলেন ম্যাককালামবাহিনী। ৩৭ তম ওভারে লুক রঞ্চি আউট হলে খাদের কিনারায় পড়ে নিউজিল্যান্ড। সেই কিনারা থেকে তারা আর উঠতে পারেনি।
পরে দলের বিপর্যয়ে হাল ধরা ভেট্টরি এসে ইলিয়নের সঙ্গে যোগ দিলেও বেশিক্ষণ টিকতে পারেনি। দলীয় ১৭১ রানের মধ্যে ইলিয়ট ও ভেট্টরি আউট হলে কিউইদের ২০০ পেরোনো কঠিন হয়ে পড়ে।
শেষ পর্যন্ত ১৮৩ রানে শেষ হয় কিউইদের ইনিংস।
নিউজিল্যান্ডের ব্যাটিং ধসের নেতৃত্ব দেন জেমস ফকনার, মিচেল স্টার্ক ও মিচেল জনসন। জনসন ও ফকনার তিনটি উইকেট দখল করেন। এছাড়া স্টার্ক দুটি উইকেট নেন।
উল্লেখ্য, এবার প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে খেলছে নিউজিল্যান্ড। অন্যদিকে সপ্তমবারের মতো ফাইনাল খেলছে অস্ট্রেলিয়া।
এর আগে ১৯৮৭, ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপের শিরোপা জেতা অস্ট্রেলিয়া এবার পঞ্চম শিরোপার লক্ষ্যে মেলবোর্নের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে। অন্যদিকে প্রথমবারের মতো শিরোপা জয়ের জন্য নিউজিল্যান্ড মাঠে নেমেছে।

বাংলাদেশ সময়: ১৩:১২:১২   ৩৩৬ বার পঠিত