রবিবার, ২৯ মার্চ ২০১৫
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ
Home Page » জাতীয় » মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজবঙ্গনিউজ ডটকম: আসন্ন ঢাকা সিটি (উত্তর ও দক্ষিণ) এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ দিন আজ রবিবার।
সরকারবিরোধী আন্দোলনে থাকা বিএনপি-জামায়াত জোট নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দোদুল্যমান অবস্থার মাঝেই রবিবার বিকেল ৫টায় জমা দেয়ার সময় শেষ হচ্ছে।
অবশ্য বিরোধী জোটের অনেক নেতাই মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে এরই মাঝে মনোনয়নপত্র সংগ্রহ করে নিয়েছেন।
গতকাল শনিবার পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র ও কাউন্সিলর পদের জন্য মোট ২,৩৮৫ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এদের মধ্যে দাখিল করেছেন মাত্র ১৭৭ প্রার্থী।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শনিবারও দুই রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অনেক প্রার্থী।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল ইসলাম বুলু ও কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল কাফী রতন মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়া কাউন্সিলর পদে ৮৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র নিয়েছেন।
এদিকে দক্ষিণ সিটি করপোরেশনে শনিবার মেয়র পদে কেউ মনোনয়ন সংগ্রহ করেননি। তবে কাউন্সিলর পদে ৮৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ইসি সূত্র জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের জন্য গতকাল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে মেয়র পদে ৫৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ১,৯৫৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৬৯ জন রয়েছেন।
এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে ৩০ জন, কাউন্সিলর পদে ১,১২৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২০৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আর মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর ৭৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর ১৩ জনসহ মোট ৯৪ জন।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন মোট সম্ভাব্য মেয়র প্রার্থী ২৮ জন, কাউন্সিলর প্রার্থী ৮৩০ জন ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ১৬১ জন।
শনিবার পর্যন্ত মেয়র পদে দু’জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকী ও শামছুল আলম চৌধুরী। আর কাউন্সিলর পদে ৭৪ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ জনসহ মোট ৮৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা হয়েছে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ২৯ মার্চ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন নির্ধারিত রয়েছে। আগামী ২৮ এপ্রিল তিন সিটিতে একযোগে ভোটগ্রহণ হবে। ১ ও ২ এপ্রিল যাচাই বাছাই শেষে মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৯ এপ্রিল পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১১:০০:৪১ ৩৫১ বার পঠিত