শনিবার, ২৮ মার্চ ২০১৫
ঢাকাসহ সার দেশে বিজিবি মোতায়েন ৩২৪ প্লাটুন
Home Page » আজকের সকল পত্রিকা » ঢাকাসহ সার দেশে বিজিবি মোতায়েন ৩২৪ প্লাটুনবিশেষপ্রতিনিধিঃআইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা, মহাসড়কের যান চলাচল এবং এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে রাজধানী ঢাকাসহ সারাদেশে ৩২৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা।তিনি বলেন, শুধু রাজধানীর নিরাপত্তার জন্য শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। তবে বিশেষ পরিস্থিতি মোকাবেলার জন্য আরও ৬ প্লাটুন বিজিবি সদস্য ঢাকা শহরে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।
অন্যদিকে ঢাকার বাইরে শনিবার সকাল ৬টা হতে রোববার সকাল ৬টা পর্যন্ত আগামী ২৪ ঘণ্টার জন্য দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ৭২ প্লাটুন মোতায়েন থাকবে।
অপরদিকে একই সময়ে মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ৯৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। জরুরি প্রয়োজনে সারাদেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে আরও ৫৯ প্লাটুন বিজিবি সদস্য।
এছাড়া শনিবার এসএসসি পরীক্ষা চলাকালীন নিরাপত্তার জন্য ঢাকা শহরে ১৬ প্লাটুন বিজিবি সদস্য এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে ১২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলেও জানান মোহসিন রেজা।
বাংলাদেশ সময়: ১৭:৩২:৫৯ ৩৩৯ বার পঠিত