শনিবার, ২৮ মার্চ ২০১৫
সিদ্ধান্ত অমান্য করলে পরিণতি ভালো হবে না বৈঠকে নেতা-কর্মীদের প্রধানমন্ত্রী
Home Page » জাতীয় » সিদ্ধান্ত অমান্য করলে পরিণতি ভালো হবে না বৈঠকে নেতা-কর্মীদের প্রধানমন্ত্রীবঙ্গনিউজ ডটকমঃ আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির লক্ষ্যে বিএনপি-জামায়াতের নাশকতা, নৈরাজ্য ও অব্যাহত সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। বৃহত্তর স্বার্থে দলের যেকোনো সিদ্ধান্ত মেনে নিতে হবে। দলের সিদ্ধান্ত অমান্য করলে পরিণতি ভালো হবে না। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গতকাল শুক্রবার রাতে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে শেখ হাসিনা এসব কথা বলেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন এসব তথ্য জানিয়েছেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ। সভায় ঢাকা মহানগর এবং এর অধীন থানা ও ওয়ার্ড কমিটির নেতা এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরাও উপস্থিত ছিলেন। সভায় আওয়ামী লীগ সভাপতি ঢাকা উত্তর সিটি করপোরেশনে দল সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক ও দক্ষিণে সাঈদ খোকনকে নগর নেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ও উন্নয়ন নিশ্চিত করার জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশের মানুষ আজ শান্তি চায়। স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। সভা সূত্র জানায়, আওয়ামী লীগ সভাপতি মেয়র ও কাউন্সিলর পদে দল সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে নগর নেতাদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি দ্রুত কাউন্সিলর পদে প্রতিটি ওয়ার্ডে একক প্রার্থী চূড়ান্ত করতে আগে গঠিত ১৫টি নির্বাচন পরিচালনা কমিটিকে নির্দেশনা দেন। এসব কমিটি নির্বাচন কমিশন ঘোষিত মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত একক প্রার্থী চূড়ান্ত করার কাজ করবেন। সূত্র জানায়, শেখ হাসিনার বক্তব্যের আগে থানা ও ওয়ার্ডের কয়েকজন নেতা বক্তব্য দেন। তাঁরা ত্যাগী, যোগ্য ও দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে থাকবে এমন নেতাদের কমিশনার পদে দলীয় সমর্থন দিতে আওয়ামী লীগ সভাপতিকে অনুরোধ করেন। একই সঙ্গে তাঁরা জানান, আওয়ামী লীগ সভাপতি যাঁকে সমর্থন দেবেন তাঁর পক্ষেই তাঁরা কাজ করবেন। সূত্র জানায়, সভায় কয়েকজন নেতা শুধু থানার নেতাদের নিয়ে একটি মতবিনিময়ের আয়োজন করতে আওয়ামী লীগ সভাপতিকে অনুরোধ করেন। তাঁদের এ অনুরোধ বিবেচনার আশ্বাস দেন শেখ হাসিনা। তিনি শিগগিরই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার নেতাদের নিয়ে আলাদাভাবে বসবেন বলেও জানান। বৈঠকের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ কালের কণ্ঠকে বলেন, ‘প্রধানমন্ত্রী প্রত্যেক থানা ও ওয়ার্ডের নেতাদের সঙ্গে দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে বলেছেন- আমরা দল থেকে এদের সমর্থন দিয়েছি। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে তাদের বিজয়ী করতে হবে। এ ছাড়া আওয়ামী লীগ সভাপতি কাউন্সিলর পদে প্রতিটি ওয়ার্ডে দলের একক প্রার্থী চূড়ান্ত করতে নির্দেশনা দিয়েছেন।’
বাংলাদেশ সময়: ১১:৩০:০৩ ৩৯৩ বার পঠিত