শনিবার, ২৮ মার্চ ২০১৫

নীরবে দেশ ছাড়লেন হাজী সেলিম

Home Page » প্রথমপাতা » নীরবে দেশ ছাড়লেন হাজী সেলিম
শনিবার, ২৮ মার্চ ২০১৫



282.jpgবঙ্গনিউজ ডটকমঃ মেয়র পদে নির্বাচনের জন্য অনেকটা ঘটা করেই মনোনয়নপত্র তুলে তা আর জমা দেয়া হলো না ঢাকা-৭ আসনের সংসদ সদস্য ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিমের। স্পিকারের পদত্যাগপত্র গ্রহণ না করাটাই নির্বাচনে অংশ নেয়ায় বাদ সাধল। ফলে চাপা কষ্ট বুকে নিয়ে তিনি চিকিৎসা ও আজমির শরিফ জিয়ারতের উদ্দেশে নীরবে দেশ ছাড়লেন।শুক্রবার বেলা আনুমানিক ২টা নাগাদ তিনি তার দেশত্যাগের তথ্য নিজের ফেজবুকে স্ট্যাটাস দিয়ে প্রকাশ করেছেন।

গত বুধবার থেকে হাজী সেলিমের সাথে ফোনে যোগাযোগ করতে পারেনি গণমাধ্যমগুলো। গতকাল বেলা পৌনে ২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেজবুকে তিনি উল্লেখ করেন, আমি চিকিৎসার জন্য মাদ্রাজের উদ্দেশে ঢাকা ত্যাগ করলাম। আমি মাদ্রাজে চিকিৎসা শেষ করে মাজার জিয়ারতের উদ্দেশে আজমির শরিফ যাবো। তিনি বলেন, আমি মেয়র নির্বাচনের জন্য গত কয়েক দিন শরীরের ওপর অনেক নির্যাতন করেছি। ফলে অসুস্থ হয়ে পড়েছি। আমার সাথে আমার ঢাকার লাখ লাখ কর্মী-সমর্থক-ভক্ত এবং পাড়া-মহল্লার মা ও বোনেরা অকান্ত পরিশ্রম করেছেন। আমি তাদের কাছে ঋণী এবং কৃতজ্ঞ। আমি যাতে চিকিৎসা এবং আজমির শরিফে মাজার জিয়ারত শেষ করে আবার আপনাদের মধ্যে ফিরে এসে সবার সেবা করতে পারি সে জন্য দোয়া করবেন।

এর আগে গত বুধবার দুপুর সাড়ে ১২টায় তিনি আরেকটি স্ট্যাটাস দেন ফেজবুকে। সেখানে তিনি বলেন, আমি আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দেিণ মেয়র পদে অংশগ্রহণের ল্েয গত মঙ্গলবার সংসদে পদত্যাগপত্র দাখিল করি। কিন্তু মাননীয় স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগপত্রটি গ্রহণ করেননি।

উল্লেখ্য, নির্বাচনী আইনানুযায়ী সংসদ সদস্য পদে অধিষ্ঠিত থেকে তিনি মেয়র পদে নির্বাচন করতে পারবেন না।

বাংলাদেশ সময়: ০:৩০:৩৪   ৩২০ বার পঠিত