শনিবার, ২৮ মার্চ ২০১৫

নাইজেরিয়ার গুওজা শহর বোকো হারামের দখলমুক্ত

Home Page » বিশ্ব » নাইজেরিয়ার গুওজা শহর বোকো হারামের দখলমুক্ত
শনিবার, ২৮ মার্চ ২০১৫



28.jpgবঙ্গনিউজ ডটকমঃ নাইজেরিয়ায় নির্বাচনের আগে দেশটির সেনাবাহিনী বলছে, তারা বোকো হারাম জঙ্গীদের হাত থেকে একটি গুরুত্বপূর্ণ শহর মুক্ত করেছে।

উত্তর পূর্বাঞ্চলের গুওজা নামে এই শহরটি বোকো হারামের সদর দফতর বলে মনে করা হয়।

এখান থেকেই পশ্চিমা শিক্ষাবিরোধী এই ইসলামপন্থী সংগঠনটি তাদের খেলাফত প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিল, এবং এটি ছিল তাদের দখলে থাকা তাদের শেষ শহরগুলোর অন্যতম।

নাইজেরিয়ার সাধারণ নির্বাচনে এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে।

ঠিক তার আগে আগে গুওজা পুনর্দখলের এই খবর জানালো দেশটির সেনাবাহিনী।

বোকো হারামকে মোকাবিলা করার জন্য একটি আন্তর্জাতিক বাহিনীকে সময় দেবার জন্য এই নির্বাচন ছয় সপ্তাহ পেছানো হয়েছিল।

বাংলাদেশ সময়: ০:০৮:২৯   ২৮৮ বার পঠিত