শুক্রবার, ২৭ মার্চ ২০১৫

‘সিটি নির্বাচনে সরকারের নগ্ন আচরণ ফাঁস হবে’

Home Page » প্রথমপাতা » ‘সিটি নির্বাচনে সরকারের নগ্ন আচরণ ফাঁস হবে’
শুক্রবার, ২৭ মার্চ ২০১৫



275.jpgবঙ্গনিউজ ডটকম ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সরকারের নগ্ন আচরণ ফাঁস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত ‘গুম-হত্যা, পেশাজীবী নির্যাতন এবং বাক স্বাধীনতা ও ভোটাধিকার হরণ বন্ধে স্বাধীনতার চেতনা বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খন্দকার মাহবুব বলেন, ‘সারাদেশে লাখো নেতাকর্মীর অংশগ্রহণে বিএনপির আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে, তখন বিএনপি ফাঁদে ফেলতে সরকার তড়িঘড়ি করে সিটি নির্বাচনের আয়োজন করেছে।’

‘কিন্তু বিএনপি নয়, সিটি নির্বাচনে ফাঁদে পড়বে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে হামলা-মামলা এবং নেতাকর্মীদের প্রচারণা ও ভোট প্রদানে বাধা দেয়ার মাধ্যমে এই নির্বাচনে তাদের নগ্ন আচরণ ফাঁস হয়ে যাবে’ মনে করেন তিনি।

সরকারকে উদ্দেশ্যে করে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের হত্যা-গুম এবং মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে আপনারা সিটি করপোরেশন নির্বাচনে বিজয় আটকাতে পারবেন না।’

তিনি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসবে, সেখান থেকে ফিরে আসার সুযোগ নেই। সরকার পতন করেই তারা ঘরে ফিরবে।’

খন্দকার মাহবুব বলেন, ‘বিচারবহির্ভূতভাবে শত শত মানুষকে হত্যা করা হচ্ছে, অনেককে পঙ্গু করে দেয়া হচ্ছে। এজন্য বাংলাদেশের মানুষ সরকারকে ক্ষমা করবে না। একদিন তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য করবে।’

তিনি বলেন, ‘জেল দিয়ে, জুলুম করে কিংবা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে অতীতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে পারেনি; এই সরকারও পারবে না।’

জ্যেষ্ঠ এই আইনজীবী বলেন, ‘সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করার জন্য আমরা রিট করেছিলাম। আইনশৃঙ্খলা বাহিনী জানাল- তারা নাকি সালা উদ্দিনের খোঁজ জানে না। অথচ তাকে খুঁজে বের করা আইনশৃঙ্খলা বাহিনীরই দায়িত্ব।’

সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, ‘বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আসন্ন সিটি নির্বাচনে তারা অংশ করবে। কিন্তু সরকারকে তার আগে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। একদিকে নির্বাচনের কথা বলবে আর অন্যদিকে গ্রেপ্তার, হামলা-মামলা করবে, এমন হতে পারে না।’

আয়োজক সংগঠনের অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, অ্যাবের ভাইস প্রেসিডেন্ট রিয়াজুল ইসলাম রিজু, ড্যাবের যুগ্ম-মহাসচিব রফিকুল ইসলাম বাচ্চু, সিনিয়র আইনজীবী সানাউল্লাহ মিয়া, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের মহাসচিব রফিকুল ইসলাম, কিন্ডার গার্ডেন শিক্ষক সমিতির সভাপতি শেখ মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৩১   ২৯৩ বার পঠিত