শুক্রবার, ২৭ মার্চ ২০১৫

বিকালে পদত্যাগ করছেন মেয়র মনজুর

Home Page » প্রথমপাতা » বিকালে পদত্যাগ করছেন মেয়র মনজুর
শুক্রবার, ২৭ মার্চ ২০১৫



272.jpgবঙ্গনিউজ ডটকম চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ায় পদত্যাগ করছেন মেয়র এম মনজুর আলম। শুক্রবার বিকালে তার পদত্যাগ করার কথা রয়েছে।

করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিম বাংলানিউজকে বলেন,‘শুক্রবার জুমার নামাজের পর শাহ আমানত(র.) মাজারে জেয়ারত করতে যাবেন মেয়র। সেখান থেকে তিনি নগর ভবনে গিয়ে পদত্যাগ করে মনোনয়ন পত্র নেওয়ার জন্য নির্বাচন কমিশন কার্যালয়ে যাবেন।’

২০০৯ সালের স্থানীয় সরকার আইন অনুযায়ী-‘মেয়র পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণে অযোগ্য হবেন। তিনি নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক হলে তাকে পদত্যাগ করে প্রার্থী হতে হবে।’

২০১০ সালে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি সমর্থিত শিক্ষাবিদ, পেশাজীবী ও বুদ্ধিজীবীদের সংগঠন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন এম মনজুর আলম। গত বুধবার সংগঠনটির পক্ষ থেকে আবারও প্রার্থী ঘোষণা করা হয় এম মনজুর আলমকে। বৃহস্পতিবার চট্টগ্রাম বিএনপি’র পক্ষ থেকেও তাকে সমর্থন দেওয়া হয়।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ মার্চ। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল।

বাংলাদেশ সময়: ১১:৪২:৪৪   ২৬৪ বার পঠিত