বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০১৫
‘অভিযুক্তরা সিটি নির্বাচনে অংশ নিলে ব্যবস্থা’
Home Page » জাতীয় » ‘অভিযুক্তরা সিটি নির্বাচনে অংশ নিলে ব্যবস্থা’বঙ্গনিউজ ডটকম ঢাকা: ফৌজদারি মামলায় অভিযুক্ত কোনো ব্যক্তি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম।
ডিএমপির মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের একথা জানান তিনি।
যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, ‘ফৌজদারি মামলায় অভিযুক্ত কোনো ব্যক্তি নির্বাচনে প্রার্থী হলে অথবা নির্বাচনী প্রচারণা কাজে অংশ নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তবে আদালত থেকে জামিন নিয়ে তারা নির্বাচনী কাজে অংশ নিতে পারবেন বলে জানান পুলিশের এই মুখপাত্র।
‘তবে কে প্রার্থী হবে সেটা নির্ধারণ করবে নির্বাচন কমিশন’-বলেন ডিএমপির এই মুখপাত্র।
বাংলাদেশ সময়: ১৬:৫৬:০৭ ৩৪৬ বার পঠিত