বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০১৫
সুসঙ্গ দুর্গাপুরের ইতিহাস ঐতিহ্য সম্বন্বীয় বইয়ের মোড়ক উম্মোচন হল…
Home Page » আজকের সকল পত্রিকা » সুসঙ্গ দুর্গাপুরের ইতিহাস ঐতিহ্য সম্বন্বীয় বইয়ের মোড়ক উম্মোচন হল…তমাল সাহা,বিশেষ প্রতিনিধিঃওপার বাংলার লেখক স্নেহাশীষ চক্রবর্তী রচিত ‘‘সোমেশ্বরীরর এপার ওপার,” সুসঙ্গ দুর্গাপুরের ইতিহাস ঐতিহ্য সম্বন্বীয় বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানটি হল দুর্গাপুরস্থ নৃ-তাত্ত্বিক আদিবাসী অডিটরিয়ামে ২৫মার্চ -২০১৫খ্রিঃ বুধবার ।এ অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিল দুর্গাপুর প্রেসক্লাব ও দুর্গাপুর সাহিত্য সমাজ। প্রবীণ বাম রাজনীতিবিদ বর্ষিয়ান নেতা ও সমাজ সেবক দূর্গা প্রসাদ তেওয়ারী সভাপত্বিতে এই বইয়ের মোড়ক উম্মোচনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ১৫৭,নেত্রকোনা-১ এর বাবু ছবি বিশ্বাস, বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদিবাসী লেখক ও গবেষক মনীন্দ্র নাথ মারাক ,সাবেক উপজেলা চেয়ারম্যান ও কৃষকলীগ সভাপতি আব্দুল্ল্যাহ হক,ও,সি রেজাউল উসলাম খান, প্রেসক্লাব সভাপতি মোহন মিয়া,টিভি এবং ফিল্ম ডিরেক্টর এস,বি বিপ্লব সহ দুর্গাপুর প্রেসক্লাব এর সকল সদস্যরা ।ওপার বাংলার লেখক ও গবেষক পিতা পুত্র একই মঞ্চে যোগ্য পিতার যোগ্যপুত্র । এই ব্যাতিক্রমি অনুষ্ঠান এর মধ্যে দিয়ে দুই বাংলারে বাঙ্গালীর ছিল এক বিশাল মেলাবন্ধন।
বাংলাদেশ সময়: ৯:৪৪:৩৭ ৬১৯ বার পঠিত