সোমবার, ২৩ মার্চ ২০১৫

ঋণ খেলাপিদের তথ্য চাইল ইসি

Home Page » প্রথমপাতা » ঋণ খেলাপিদের তথ্য চাইল ইসি
সোমবার, ২৩ মার্চ ২০১৫



2323222.jpgবঙ্গনিউজ ডটকম: আসন্ন তিন সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কেউ ঋণ খেলাপি কিনা, তা জানাতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্দেশনায় বলা হয়েছে, আইন অনুযায়ী ঋণ খেলাপিরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তাই ঋণ খেলাপি ব্যক্তিদের যাতে নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করা যায়, সেজন্য সব ব্যাংক থেকে ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য সরবরাহ করা আবশ্যক।

আগামী ২৯ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ওইদিন বিকেল ৫টার পর বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিজ উদ্যোগে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র দাখিলকারীর নাম, পিতা-মাতা বা স্বামীর নামসহ অন্যান্য তথ্য সংগ্রহ করবে। সেসব মনোনয়নপত্র দাখিলকারীর বিরুদ্ধে কোনো ঋণ খেলাপের তথ্য থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে মনোনয়নপত্র বাছাই শেষ হওয়ার আগেই রিটার্নিং কর্মকর্তার কাছে দিতে হবে। মনোনয়নপত্র বাছাই হবে ০১ ও ০২ এপ্রিল।

সোমবার (২৩ মার্চ) নির্দেশনাটি ইসি সচিব সিরাজুল ইসলাম অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলমকে পাঠিয়েছেন। এতে ইসি সচিব তাকে প্রয়োজনীয় নির্দেশনা জারি করার জন্য জোর দিয়েছেন।

এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংককে মনোনয়নপত্র বাছাইয়ের দিন অথবা তার আগেই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ঋণ খেলাপি ব্যক্তির তথ্য দিতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলানিউজকে বলেছেন, তফসিল ঘোষণার আগে যদি কেউ ঋণ খেলাপের জন্য সম্ভাব্য কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ বা তথ্য ইসি-তে দিয়ে থাকেন, তা আমলে নেওয়া হবে না। এছাড়া ঋণ খেলাপির বিরুদ্ধে অভিযোগ বা তথ্য কেবল সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছেই জমা দিতে হবে।

ইসি ঘোষিত তফসিল অনুসারে, আগামী ২৮ এপ্রিল তিন সিটি নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩:২৬:৩৯   ২৭৬ বার পঠিত