সোমবার, ১৭ ডিসেম্বর ২০১২
উৎঘাটন হয়েছে এনবিআরের ১৯৯ কোটি টাকার কর ফাঁকির ঘটনা।
Home Page » অর্থ ও বানিজ্য » উৎঘাটন হয়েছে এনবিআরের ১৯৯ কোটি টাকার কর ফাঁকির ঘটনা।শুভ, বঙ্গ-নিউজ ডটকম :
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০১১-১২ অর্থবছরে ১৯৯ কোটি ১১ লাখ টাকা কর ফাঁকি উদ্ঘাটিত করে। তা থেকে আদায় হয়েছে ১৫২ কোটি ১২ লাখ টাকা। এছাড়া কর ফাঁকি উদ্ঘাটনসহ গোয়েন্দা ও তদন্তকাজ জোরদারে ইতোমধ্যেই সিআইসিতে একটি অত্যাধুনিক কম্পিউটার ফরেনসিক ল্যাব স্থাপন করা হয়েছে। ডিসেম্বরের শেষ নাগাদ কম্পিউটার ফরেনসিক ল্যাব কাজ শুরু করতে পারবে বলে এনবিআরের এক প্রতিবেদন থেকে জানা গেছে।
এনবিআরের প্রতিবেদনে দেখা গেছে, ২০১১-১২ অর্থবছরে ১৯৯ কোটি ১১ লাখ টাকা কর ফাঁকি উদ্ঘাটিত হয়েছে। তা থেকে আদায় হয়েছে ১৫২ কোটি ১২ লাখ টাকা। ২০১০-১১ অর্থবছরে ১৩৪ কোটি ৪ লাখ টাকা কর ফাঁকি ও জালিয়াতির ঘটনা উদ্ঘাটিত হয়েছে। তা থেকে আদায় হয়েছে ১০৩ কোটি ৫ লাখ টাকা। এছাড়া ২০০৯-১০ অর্থবছরে এনবিআর ১৬৩ কোটি ৮০ লাখ টাকা কর ফাঁকি উদ্ঘাটন করে এবং তা থেকে ৫৬ কোটি ৩৫ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়।
জানা যায়, কর ফাঁকির জন্য কার্যকর ও তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহণের দুর্বলতা থাকা, কর ফাঁকি দিলে তা চিহ্নিত না হওয়ার সম্ভাবনা থাকা এবং স্বচ্ছ লেনদেন ও রেকর্ড কিপিংয়ের ব্যবস্থা না থাকার কারণে কর ফাঁকি দেওয়া হয়ে থাকে। অন্যদিকে বহুজাতিক কোম্পানিগুলো ট্রান্সফার প্রাইসিংয়ের মাধ্যমে করযোগ্য আয় অন্য অধিক্ষেত্রে স্থানান্তরের কৌশল অবলম্বন করে কর ফাঁকি দিয়ে থাকে।
বাংলাদেশ সময়: ১৭:৫২:২৮ ৫৪৪ বার পঠিত