শনিবার, ২১ মার্চ ২০১৫

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা: জানালা বন্ধ দরজা খোলা

Home Page » বিশ্ব » যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা: জানালা বন্ধ দরজা খোলা
শনিবার, ২১ মার্চ ২০১৫



104518_1nnn.jpgবঙ্গনিউজ ডটকম: বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কথিত নিরাপত্তায় বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করলেও রাশিয়ার পারমানবিক হুমকির মূখে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা বলতে কিছুই নেই বলে বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস-এর এক নিবন্ধে মন্তব্য কর হয়েছে।

‘রাশিয়ার পারমানবিক হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্রের সত্যিই কোন ব্যবস্থা নেই’ শিরোনামে লরেন থমসনের ওই নিবন্ধে বলা হয়েছে, ‘চলতি বছরের পহেলা অক্টোবর থেকে প্রতি অর্থবছরে আফগানিস্তান, ইরাকসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রতি সপ্তাহে এক বিলিয়ন ডলার ব্যয় করবে বলে ওবামা প্রশাসন প্রস্তাব করেছে।’

‘তাহলে ধারণা করুন, আমেরিকা রাশিয়ার পারমানবিক ব্যালাস্টি ক্ষেপনাস্ত্র থেকে নিজ দেশকে বাঁচাতে কত টাকা খরচ করছে? রাশিয়ার কাছে অন্তত ১৬০০ এরকম ক্ষেপনাস্ত্র আছে যেগুলো যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। যদি এগুলোর মধ্যে থেকে মাত্র কয়েকটি নিক্ষেপ করা হয় তাহলে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ ব্যবস্থা, আর্থিক নেটওয়ার্ক এমনকি পুরো দেশের অর্থনীতিকে অচল করে দেয়া সম্ভব।’

লরেন থমসন লিখেছেন, ‘এই প্রশ্নের উত্তর হচ্ছে, মার্কিন প্রশাসন এজন্য এক পয়সাও খরচের চিন্তা করছে না। অথচ, আমরা জানি রাশিয়ার বেশিরভাগ ক্ষেপনাস্ত্র আমেরিকার দিকে তাক করে রাখা। বর্তমানে রাশিয়ার সাথে সম্পর্ক খারাপতর হচ্ছে। সম্প্রতি ভ্লাদিমির পুতিন তার দেশের আশপাশের এলাকা- যেমন ইউক্রেনে প্রসারনবাদী আচরণে পশ্চিমারা বাধা দিলে পারমানবিক উপায়ে জবাব দেয়ার হুমকি দিয়েছেন।’

নিবন্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসিডেন্টের সময়ে দেশটির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার ইতিহাস ও তাতে নানা ত্রুটির কথা তুলে ধরে লারসেন আরো বলেন, ‘এই সপ্তাহেই পুতিন একটি ডকুমেন্টারিতে ক্রিমিয়া দখলের ঘটনা স্বরণ করে বলেছেন তিনি তখন পশ্চিমা দেশগুলোকে হস্তক্ষেপ থেকে বিরত রাখতে পারমানবিক অস্ত্র ‘এলার্ট’ রাখার কথাও চিন্তা করেছিলেন। তার কাছে মনে হয়েছিল, সবচেয়ে খারাপ পরিণতির জন্য তিনি প্রস্তুত আছেন। পুতিনের এই কথা অতটা পরিস্কার বুঝা যেত না যদি না সামরিক কর্মকর্তারা একথা স্পষ্ট না করতেন যে, শান্তিপূর্ণ সময়েও রাশিয়ার বেশিরভাগ ক্ষেপনাস্ত্র কয়েক মিনিটের মধ্যে নিক্ষেপের জন্য প্রস্তুত থাকে।’

বাংলাদেশ সময়: ১৮:২৪:৪৬   ৪২০ বার পঠিত