শনিবার, ২১ মার্চ ২০১৫

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন গুলিবিদ্ধ

Home Page » জাতীয় » লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন গুলিবিদ্ধ
শনিবার, ২১ মার্চ ২০১৫



police.jpgবঙ্গ নিউজ ডট কমঃ লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন গুলিবিদ্ধ হয়েছেন, যারা সন্ত্রাসী দলের সদস্য বলে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা বলছেন ।

শনিবার রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে এ ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান।

গুলিবিদ্ধ কিরন হোসেন ও মাহিদুল ইসলামকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় পুলিশের তিন সদস্য- শরীফ হোসেন, ইব্রাহীম ও নাজমুল আহত হন বলে এসপি জানান।

ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এসপি মিজান বলেন, “পুলিশের একটি দল আসামি ধরতে রাত ১টার দিকে বালাইশপুর গ্রামে গেলে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা এলোপাতালি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

“উভয়পক্ষের মধ্যে প্রায় ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়। অন্যরা পালিয়ে গেলেও কিরন ও রুবেল গুলিবিদ্ধ হন।”

এই দুই যুবকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা।

তারা দুজন স্থানীয় সন্ত্রাসী দল ‘নাছির বাহিনী’ ও ‘লাদেন বাহিনী’র সদস্য বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২:৩২:০৩   ৩৫২ বার পঠিত