শনিবার, ১৪ মার্চ ২০১৫

সংলাপের প্রস্তাব আবারো নাকচ আ’লীগের

Home Page » জাতীয় » সংলাপের প্রস্তাব আবারো নাকচ আ’লীগের
শনিবার, ১৪ মার্চ ২০১৫



20110708-ashraf-460.jpgহাসান মাহমুদ,বঙ্গ-নিউজ ডটকমঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংলাপের আহ্বানকে আবারো নাকচ করে দিয়েছে আওয়ামী লীগ। আজ শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ সংলাপের আহ্বান প্রত্যাখান করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেন, আলোচনার কোনো সুযোগ নাই। সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। কেবল খালেদা জিয়া সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করলে, দেশে শান্তি ফিরে আসলে আলোচনা হতে পারে। জ্বালাও, পোড়াও, মানুষ হত্যা চলতে থাকলে আলোচনা হবে না।
তিনি বলেন, পৃথিবীর কোনো রাষ্ট্র সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা করেনি। তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমরাও তাই করবো।
সুশীল সমাজ নিয়ে প্রশ্ন করলে আশরাফ বলেন, সুশীলরা তো সব সময় সুবিধাবাদী। ‘সুশীল’ নামটা কে দিলো? উনারা নিজেরাই নিজেদেরকে সুশীল বলেন।

বাংলাদেশ সময়: ১৪:০৩:০০   ৩০২ বার পঠিত