বুধবার, ১১ মার্চ ২০১৫

বাংলাদেশ কোয়ার্টারে উঠায় ফ্রী চা

Home Page » এক্সক্লুসিভ » বাংলাদেশ কোয়ার্টারে উঠায় ফ্রী চা
বুধবার, ১১ মার্চ ২০১৫



10391368_1639222276306087_4776377340570247100_n.jpgখোকন-বঙ্গ-নিউজ: প্রথম বার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল বাংলাদেশ ক্রিকেট দল । এজন্য দেশ জুরে এখনো বইছে খুশির জোয়ার । সবাই বিভিন্ন ভাবে আনন্দ উদযাপন করছে । কেউ রং নিয়ে আবার কেউ মিছিল নিয়ে । কিন্তু তাই বলে মানুষকে চা খাইয়ে ? তাও আবার নিজের হাতে তৈরি করা রং চা । শুনতে আজব লাগলেও ঘটনা সত্যি । ঠিক এমনটাই করছে রাজধানীর উত্তরার ১৩নং সেক্টরের শান্ত-মরিয়ম বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত পাংখা মামা টি-ষ্টল এর প্রতিষ্ঠাতা মো: সাইদুল ইসলাম (পাংখা)। ক্রিকেট পাগল এই মানুষটি, বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা লাভ করায় খুশিতে যেন আত্মহারা । তাই তিনি এই খুশিতে আসছে ১৫ই মার্চ রবিবার সারাদিন সবাইকে ফ্রী রং চা খায়োনোর কথা বলেছেন । তাও আবার ব্যানার/ফেস্টুন লাগিয়ে রাখা হয়েছে ।

11037771_1639222246306090_8520473210598926407_n.jpgচাইলে আপনিও আসতে পারেন এই পাংখা মামার টি-স্টলে । এখানে শুধু রং চাই নয় তার নিজের হাতে তৈরি করা প্রায় ২৫ ধরনের চা পাওয়া যায় । পাংখা মামা টি-স্টলের মালিক ও ক্রিকেট পাগল মো: সাইদুল ইসলাম (পাংখা) বিশ্বাস করেন, বাংলাদেশ এভাবে খেলতে থাকলে বিশ্বকাপ জেতাটাও কোন বেপারনা ।

বাংলাদেশ সময়: ১৭:৪৯:৫৪   ৩৩৮ বার পঠিত