মঙ্গলবার, ১০ মার্চ ২০১৫
এডিপি’র আকার ৭৫ হাজার কোটি টাকা নির্ধারণ
Home Page » সংবাদ শিরোনাম » এডিপি’র আকার ৭৫ হাজার কোটি টাকা নির্ধারণবঙ্গ নিউজ, ঢাকা:
প্রায় ৫ হাজার টাকা কমে ২০১৪-১৫ অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আকার ৭৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ অনুমোদন দেয়া হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ে এই সভা হয়।
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, সংশোধিত এডিপি’র আকার নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৫০ হাজার ১০০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ব্যয় করা হবে ২৪ হাজার ৯০০ কোটি টাকা।
আরএডিপিতে পরিবহন, বিদ্যুৎ শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। পদ্মাসেতু প্রকল্পে ৮ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:০৯:৪০ ৩৩৫ বার পঠিত