মঙ্গলবার, ১০ মার্চ ২০১৫
দুর্গাপুরে মানবকল্যানকামী অনাথালয়ে সনাতন ধর্মীয় সম্মেলন
Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরে মানবকল্যানকামী অনাথালয়ে সনাতন ধর্মীয় সম্মেলনতমাল সাহা,বিশেষ প্রতিনিধিঃজেলার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের চন্ডিগড় গ্রামে মানবকল্যানকামী অনাথালয়ে তিনদিন ব্যাপী বাংলাদেশ হরিনাম প্রচার সংঘ ও মানবকল্যানকামী অনাথালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ৪২ তম সনাতন ধর্মীয় সম্মেলনের উদ্বোধন করা হয় সোমবার রাত ৯ টায়।
দেশের বিভিন্ন জেলা/উপজেলা হতে আগত হাজার হাজার হরিনাম প্রচারের ভক্তবৃন্দের উপস্থিতিতে সম্মেলনের উদ্বোধন করেন মানবকল্যানকামী অনাথালয়ের প্রতিষ্ঠাতা শ্রী নিত্যানন্দ গোস্বামী নয়ন। উদ্বোধন শেষে অনাথালয়ের সভাপতি আয়কর উপদেষ্টা এডভোকেট অজয় সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি মোহন মিয়া অন্যান্যের মধ্যে আলোচনা করেন,সিরাজগজ্ঞ জেলার তারাশ উপজেলার হরিনাম প্রচার সংঘের সভাপতি শ্রী রতেœশ্বর সিংহ,সম্পাদক রিনা রানী উড়াও,সিলেট জেলার হরিনাম প্রচার সংঘের সভাপতি ডাঃ বীরেন্দ্র চন্দ্র দেব,টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি শ্রী মদন সরকার,ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি বিজয় চৌধুরী,নেত্রকোনা জেলা কমিটির সভাপতি ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস, আশ্রমের গুরুতত্ত্ব মৃনাল ঘোষ, সাংবাদিক নিতাই চন্দ্র সাহা,নির্মলেন্দু সরকার বাবুল,ধ্রুব সরকার,তমাল সাহা প্রমুখ।আলোচনা শেষে অনাথালয়ের অনাথদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ছাড়া তিনদিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে,ভক্তিমুলক গান,দীক্ষাদান,অধিবাস কীর্তন,হরিনাম মহাযজ্ঞ,মহোৎসব,কবি সম্মেলন,বাউল গান এবং রামমঙ্গল গান।
বাংলাদেশ সময়: ১৬:১৭:৩৪ ৩৭২ বার পঠিত