শনিবার, ৭ মার্চ ২০১৫
আবার হরতালে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
Home Page » জাতীয় » আবার হরতালে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতহুমায়ন কবির, বঙ্গ নিউজ, ঢাকা:
আবার হরতালের কারনে , চলমান এসএসসি ও সমমানের ৮ ও ১০ মার্চের (রোজ রবি ও মঙ্গলবার) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই দুই পরীক্ষার তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে বলে আমরা জানতে পারি।
নতুন করে শনিবার (৭ মার্চ) বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের হরতাল কর্মসূচি ঘোষণার পরপরই এ পরীক্ষা দুটি স্থগিতের কথা জানানো হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বলেন, ‘হরতালের কারণে রবি, মঙ্গলবারের এসএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।’
আমরা ছাত্রছাত্রীদের সাথে কথা বলে জানতে পারি যে, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ৮ মার্চ (রোজ রবিবার ) এসএসসিতে হিসাববিজ্ঞান ও দাখিলে রসায়ন (তত্ত্বীয়)এবং ১০ মার্চ (মঙ্গলবার)শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং দাখিলে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা ছিল।
উল্লেখ যে, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ গ্রহন করছেন।
বাংলাদেশ সময়: ১৭:৩৩:৪৫ ২২৮ বার পঠিত