শনিবার, ৭ মার্চ ২০১৫

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ

Home Page » জাতীয় » ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ
শনিবার, ৭ মার্চ ২০১৫



বঙ্গ নিউজ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকাঃ

10363629_10152226057681594_4888693636320072571_n.png

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ চলছে এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তৃতা করেন।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ৩টায় সমাবেশ মঞ্চে এসে উপস্থিত হন। এ সময় হাজার হাজার নেতাকর্মী করতালি দিয়ে তাকে বরণ করে নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।

সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘খালেদা জিয়া পরিকল্পিতভাবে পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র করে দেশকে ৭১’র আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চায়। বিএনপিকে চিরতরে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। আসুন, আজকের দিনে আমরা এই শপথ নেই।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘খালেদা জিয়া জঙ্গী নেত্রী। এই জঙ্গি নেত্রী দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। তাকে প্রতিরোধ করতে হবে।’
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘খালেদা জিয়া কালনাগিনী। এই কাল নাগিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’
সমাবেশ মঞ্চে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজুলল করিম সেলিম, সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারনণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।

এর আগে, রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকেখণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসে। দুপুর ২টার মধ্যেই সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে যায়। স্থান সংকুলান না হওয়ায় বিপুলসংখ্যক নেতাকর্মী শাহবাগ, টিএসসি ও দোয়েল চত্বরের সড়কে অবস্থান নিয়েছে। সমাবেশের নিরাপত্তায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোতায়েন করা হয়েছে।

বিভিন্ন শ্লোগানের সঙ্গে নানা ব্যানার ও ফেস্টুন নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দিয়েছেন। অনেকেই সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে সমর্থন পেতে প্রচুর লোক নিয়ে এসেছেন। অনেককে প্রার্থী ঘোষণা করে ফেস্টুনও বহন করতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:১১   ২৮৯ বার পঠিত